সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৪

===== সাবধান এই কাজগুলো শিরক =====

মাথা, শরীর বা বুক ছুঁয়ে কিছু বলা
বই ছুঁয়ে বা বিদ্যার শপথ করে কিছু বলা
ছেলে মেয়ের মাথা ছুঁয়ে বা তাদের নামে শপথ করা

মোট কথা, আল্লাহ ছাড়া অন্য যে কোনো কিছুর নামে শপথ করা শিরক।

রাসুলুল্লাহ (সঃ) বলেছেন, “যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে শপথ করল সে কুফুরী করলো অথবা শিরক করলো"।

--- সুনানে আত-তিরমিযী।