ইসলামের দৃষ্টিতে আত্মহত্যা নিষিদ্ধ ও জগন্যতম পাপ । কেননা আত্মহত্যার মাধ্যমে মানুষ নিজের প্রতি এবং তার স্রস্টার প্রতি অসম্মান এ অনাস্থা প্রকাশ করে। আল্লাহ্ তার প্রতি যে সীমাহীন অনুগ্রহ করেছেন তা অস্বীকারের নাম আত্মহত্যা। আল্লাহ্ বলেন, তোমরা নিজেদের হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ্ তোমাদের প্রতি অনুগ্রহশীল। কেউ সীমালঙ্ঘন করে অন্যায়ভাবে তা করলে আমি তাকে আগুনে পোড়াবো। আর আল্লাহর জন্য তা সহজ। সুরা নিসা, আয়াত : ২৯-৩০