শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৪

এ সময়ে গলাব্যথা?

এ সময়ে গলাব্যথা ?




ঋতু বদল হচ্ছে। সঙ্গে সঙ্গে বেড়ে গেছে নানা ধরনের ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ। সবচেয়ে বেশি এ সময় ভোগে শিশুরা—গলাব্যথা, জ্বর ও অন্যান্য উপসর্গে। বেশির ভাগ গলাব্যথাই শ্বাসযন্ত্রের ওপরের অংশে প্রদাহজনিত কারণে হচ্ছে। এর সঙ্গে জ্বর, মাথা ও কানব্যথা হতে পারে, ঢোক গিলতে কষ্ট হয় বা খুক খুক কাশিও হতে পারে। বিভিন্ন ধরনের ভাইরাস, বিশেষ করে রাইনো ভাইরাস এর জন্য দায়ী। কখনো স্ট্রেপটোকক্কাস ব্যাকটেরিয়া আক্রমণ করে ও গলাব্যথা হয়।

গবেষণায় দেখা গেছে, ৪০ শতাংশ গলাব্যথার উপসর্গ কোনো চিকিৎসা ছাড়াই তিন দিনের মধ্যে সেরে যায়। ৮৫ শতাংশ সেরে ওঠে সাত দিনের মাথায়। কুসুম গরম লবণ পানির গার্গল, গরম আদা বা লেবু চা, প্যারাসিটামল জাতীয় ওষুধ, প্রচুর পানি পান আর বিশ্রাম—এই হলো এই সমস্যার দাওয়াই।

সূত্র: বিএমজে এভিডেন্স সেন্টার।
Flying Twitter Bird Widget By blogermohsin.blogspot.com