সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ অনুসন্ধান চালিয়ে দেখেছে, তাদের ১২৮ কোটি ব্যবহারকারীর মধ্যে ১০ কোটি অ্যাকাউন্টই ভুয়া। এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে পরিচয় গোপন করে অনেকে অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। অনেক ব্যবহারকারী প্রতারিত হচ্ছে। জেনে নিন এমন বিপজ্জনক অ্যাকাউন্ট কীভাবে এড়িয়ে চলবেন।
ফেসবুক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ফেসবুক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৫
শনিবার, ১ নভেম্বর, ২০১৪
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪
শনিবার, ১৪ জুন, ২০১৪
ফেসবুক আইডি ব্যান বা ব্লক করে দেয় কেন জানেন ? গুরুত্বপূর্ণ ৫ টি কারণ জেনে নিন প্রাণের প্রিয় ফেসবুক আইডির সুরক্ষা নিশ্চিত করতে !
ফেসবুক ব্যবহারকারীরাই জানে একমাত্র ফেসবুকের মূল্য কত ! আমি বলতে চাচ্ছি ফেসবুক অ্যাডিক্টেড শুধু না বর্তমানে কিছু ব্যবহারকারী বাদে প্রায় সব ফেসবুক ইউজারের কাছে ফেসবুক অতি মূল্যবান একটি ধন সম্পদ ! ফেসবুক আইডি হ্যাক এবং ফেসবুক আইডি ব্যান হলে হারাতে হয় আমাদের প্রিয় আইডিটি।এর পূর্বে ফেসবুক হ্যাক থেকে বাঁচার কিছু টিপস আপনাদের জন্য লিখেছি। কিন্তু আজ লিখছি ফেসবুক আইডি ব্যান হওয়া থেকে বাঁচার টিপস নিয়ে।সাধারণত ফেসবুক তাঁর ব্যবহারকারীদের জন্য বেশ কিছু নীতিমালা প্রনয়ন করে দিয়েছে।
বুধবার, ২৮ মে, ২০১৪
ফেসবুক ব্যবহার তো করেন, কিন্তু ফেসবুক পুক (Poke) এর আসল কাজ কে কে জানেন ?
কেমন আছেন সবাই? আজকে খুবই পরিচিত বিষয় নিয়ে লিখছি। ফেসবুকের অনেক ফিচার আছে যা ব্যাবহার করি কিন্তু যে কারনে ইউস করার কথা সে কারনে ইউস করি না। উদাহরণ সরুপ ট্যাগ, পুক বিশেষ করে এই দুইটা জিনিষের সঠিক ব্যাবহার খুব কম মানুষেই করে।
রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪
শুক্রবার, ১১ এপ্রিল, ২০১৪
ফেসবুক ব্যাবহারকারিরা সাবধান! জনস্বার্থে কিছু ফেসবুকিং টিপস।
ফেসবুক ব্যাবহারকারিদের ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন? লিখা শুরু করার আগেই বলে নিচ্ছি, কথা গুলো আপনার মাইন্ডে লাগতে পারে দয়া করে মাইন্ড খাইয়েন না। আপনার এবং সবার ভালোর জন্যই বলছি। উপদেশ দেওয়া আমার অনেক পছন্দের একটা কাজ কিন্তু খুব খারাপ লাগে যখন আমি নিজেই সেই উপদেশ মেনে চলতে পারি না। কিন্তু আমার উপদেশে
শনিবার, ৫ এপ্রিল, ২০১৪
ফেসবুকে স্বাস্থ্যকর সম্পর্ক বজায় রাখার দশটি লক্ষণ
মানুষের সম্পর্ক স্থাপনে এবং নানা নতুন আইডিয়ার জন্ম দিতে ফেসবুক অন্যতম মাধ্যম। এই সামাজিক যোগাযোগমাধ্যমের সদস্যরা আগের চেয়ে অনেক বেশি আন্তরিকতা নিয়ে আবেগপ্রসূত মানবিকতার চর্চা শুরু করছেন। 'পিউ রিসার্চ সেন্টার স্টাডি অব আমেরিকানস ইন্টারনেট হ্যাবিটস' এর ২০১১ সালের এক গবেষণায় দেখা গেছে, বিশ্বের দশ শতাংশের বেশি মানুষ আজ ফেসবুক নেশনের অংশ মনে করেন নিজেদের। তবে সাম্প্রতিককালে আমরা ফেসবুক নিয়ে নানা অভিযোগ শুনছি। প্রচুর অপকর্মের ঘটনার খবর পাচ্ছি যার উৎস ফেসবুক। তবুও মানুষের সঙ্গে স্বাস্থ্যকর সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য ফেসবুক আদর্শ মাধ্যম।
বুধবার, ১৯ মার্চ, ২০১৪
ফেসবুক ফ্রেন্ড না অথছ আপনাকে ইনবক্স মেসেজ পাঠাচ্ছে, নিন সমাধান
অনেক দিন দিন পর ফেসবুক নিয়ে পোস্ট করতে বসলাম । আজকে খুব কাজের একটি টিপস দেবো আশাকরি আপনাদের উপকারে আসবে । আমারা এখুন যারা ইন্টারনেট ব্যবহার করি তারা ১০০% এর মধ্যে ১০০% বন্ধুরাই ফেসবুক ব্যবহার করেন । আর এই ফেসবুক ব্যবহার করার সময় দ্যাখা যাই বন্ধুরা বাদে মানে unfriend রা ম্যাসেজ পাঠাই এটা আমার কাছে খুব বিরক্তি কর । কারন তার ম্যাসেজ আসা যদি আমার ভাল লাগে তাহলে তো টাকে আমি ফ্রেন্ড করে নিতে পারি । তাই আমার মতো অনেক বন্ধু আছে যারা এই unfriends দের ম্যাসেজ আসা মোটেও পছন্দ করেন না । তাই আজকে আমি আপনাদের দ্যাখাবো কিভাবে এই সকল unfriends দের ম্যাসেজ আসা বন্ধ করবেন ।
সোমবার, ১৭ মার্চ, ২০১৪
এবার করুন অডিও কমেন্ট ! ফেসবুকে ছবি কমেন্ট করার দিন শেষ (মেগা ট্রিকস)
সবার মন-মেজাজ ভাল তো? আমিও আল্লাহর অশেষ রহমতে ভালই আছি। আজ আপনাদের সাথে সম্পূর্ন নতুন ধরনের একটা ট্রিকস শেয়ার করব যা নিয়ে কখনো টিটিতে কোন টিউন করা হয় নাই যাই হোক, টিউনের হেড লাইন দেখে অবশ্যই বুঝতে পারছেন যে, আমি কী বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।
শনিবার, ১৫ মার্চ, ২০১৪
ফেসবুক ব্লক সম্পর্কিত কিছু তথ্য আসুন জেনে নিন
ফেসবুক ব্লক সম্পর্কে অনেকই ভূল ধারনা দেয় ।
আসুন ব্লক বিষয়ে সঠিক তথ্য জানি ।
- কি কারনে আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট ব্লক হতে পারে ।
- আনওয়েলকাম বা অতিরিক্ত ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলে থাকার কারনে এটি হয় ।
- ধরুন আপনি একাউন্ট থেকে এক সাথে ২০ জনকে রিকোয়েস্ট দিলেন ।
- এর মধ্য ২ জন্য নট নাউ মেরে দিল । ব্যাস্ আপনার ডাটাবেজের ব্লক রো তে ২ যোগ হয়ে গেল এভাবে ৪-৫ টা নট নাউ ও আপনার ব্লকের জন্য দ্বায়ী। আর ঝুলিয়ে রাখলে ২০টা ঝুলন্ত রিকোয়েস্ট হলেই সার্ভার আপডেটের সময় ব্লক।।
ফেসবুকে মিথ্যা বললেই ধরা !
ফেসবুক-টুইটারসহ সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমগুলোতে মিথ্যার ছড়াছড়ি রয়েছে বলে অভিযোগ আছে। এবার এসব মিথ্যা শনাক্ত করার পদ্ধতি উদ্ভাবন করেছেন যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী। লিখেছেন মিথুন কুমার রায়
ফেসবুক-টুইটারসহ সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমগুলোতে মিথ্যার ছড়াছড়ি রয়েছে বলে অভিযোগ করেন অনেকেই। এবার এসব মিথ্যা শনাক্ত করার পদ্ধতি উদ্ভাবন করেছেন যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী। বিজ্ঞানীদের দাবি, এ পদ্ধতি ব্যবহার করে প্রথমে টুইটারের সংক্ষিপ্ত বার্তার সত্যতা যাচাই করা সম্ভব হবে। পরে ফেসবুকেও একই পদ্ধতি প্রয়োগ করা হবে। তবে এ জন্য আরও দেড় বছর অপেক্ষা করতে হবে।
শনিবার, ৮ মার্চ, ২০১৪
কয়েক ধরনের বন্ধুকে ব্লক করে নিরাপদ রাখুন আপনার ভার্চূয়াল লাইফ !!!!
আসসালামু
আলাইকুম
কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভাল আছি।
ফেসবুক ব্যাবহার করে না এমন ইন্টারনেট ব্যাবহারকারী একটাও পাওয়া যাবে না ।
কয়েকদিন
আগেই বিশ্বের জনপ্রিয়তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ১০ বছর পূর্ণ
হলো। এর পেছনে প্রায় সবাই দিনের একটি উল্লেখযোগ্য সময় কাটিয়ে দেন। আপনার
কতজন বন্ধু আছে ফেসবুকে? ৫০০? ১ হাজার? ৫ হাজার? 8-O
অনেক
অনলাইন বন্ধু থাকার ব্যপারটিকে কি আপনি উপভোগ করেন? হয়তো করেন না। কিন্তু
বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারীর হোম পেইজ ভরে থাকে অন্য মানুষের স্ট্যটাস বা
তথ্য দিয়ে। দেখা গিয়েছে, ফেসবুক ব্যবহারকারীরা তাদের বন্ধু তালিকার মাত্র
১০ ভাগ বন্ধুকে বাস্তবে চেনেন। শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে ফেসবুক
ভার্চুয়াল জগতের বন্ধুদের কাছে আনার সাথে সাথে বাস্তব জগতের বন্ধুদের দূরেও
সরিয়ে দেয়। তাই Pew Research Center এক গবেষণাতে জানালো যে, কোন ১০ ধরণের ব্যক্তিকে ব্লক করে দিলে আপনার ভার্চুয়াল জীবন অনেক আনন্দময় ও উপকারী হবে।
(১) মার্ক জাকারবার্গ!
আপনি কি জানেন আপনি ফেসবুকে যে পরিমাণ সময় দেন সে পরিমাণ সময় স্বয়ং মার্ক জাকারবার্গ নিজেও দেন না। এতে সমস্যা কোথায়? সমস্যা হলো আমাদের মস্তিষ্কের একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ তথ্য ধারণের ক্ষমতা আছে। কিন্তু ফেসবুক নোটিফিকেশন আপনাকে বাধ্য করে বারে ফেসবুকে লগ-ইন করতে। এর ফলে মস্তিষ্কের উপর চাপ পড়ে। যা থেকে আসে মানসিক চাপ, বিষণ্ণতা ও শারীরিক ক্লান্তি। যেখানে ফেসবুকের জনক নিজেই এতো সময় দেন না নিজের সাইটে, সেখানে আপনার সময়ের মূল্য কি এতোই কম?
আপনি কি জানেন আপনি ফেসবুকে যে পরিমাণ সময় দেন সে পরিমাণ সময় স্বয়ং মার্ক জাকারবার্গ নিজেও দেন না। এতে সমস্যা কোথায়? সমস্যা হলো আমাদের মস্তিষ্কের একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পরিমাণ তথ্য ধারণের ক্ষমতা আছে। কিন্তু ফেসবুক নোটিফিকেশন আপনাকে বাধ্য করে বারে ফেসবুকে লগ-ইন করতে। এর ফলে মস্তিষ্কের উপর চাপ পড়ে। যা থেকে আসে মানসিক চাপ, বিষণ্ণতা ও শারীরিক ক্লান্তি। যেখানে ফেসবুকের জনক নিজেই এতো সময় দেন না নিজের সাইটে, সেখানে আপনার সময়ের মূল্য কি এতোই কম?
(২) বিভিন্ন রেস্টুরেন্ট বা হোটেলের পেইজ
যেসব বন্ধু ঘন ঘন বিভিন্ন ব্যয়বহুল রেস্টুরেনটে খেতে গিয়ে চেক-ইন দেয়, তাদেরকে ও সেই রেস্টুরেন্টের কোন পেইজ থাকলে সেগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলুন। কারণ দেখা যায়, এক্ষেত্রে যাদের সে রেস্টুরেন্টে যাবার সামর্থ্য বা সুযোগ নেই, তাদের মনে এক ধরণের হীনমন্যতা তৈরি হয়। অথবা এরকম হয়, সে বন্ধুদেরকে অনুসরণ করতে গিয়ে আপনার সামর্থ্য না থাকলেও সেখানে গিয়ে আপনি অযথা টাকা খরচ করে আসেন। শেষ পর্যন্ত ক্ষতি কিন্তু আপনারই হয়, পকেট শূন্য!
যেসব বন্ধু ঘন ঘন বিভিন্ন ব্যয়বহুল রেস্টুরেনটে খেতে গিয়ে চেক-ইন দেয়, তাদেরকে ও সেই রেস্টুরেন্টের কোন পেইজ থাকলে সেগুলো থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলুন। কারণ দেখা যায়, এক্ষেত্রে যাদের সে রেস্টুরেন্টে যাবার সামর্থ্য বা সুযোগ নেই, তাদের মনে এক ধরণের হীনমন্যতা তৈরি হয়। অথবা এরকম হয়, সে বন্ধুদেরকে অনুসরণ করতে গিয়ে আপনার সামর্থ্য না থাকলেও সেখানে গিয়ে আপনি অযথা টাকা খরচ করে আসেন। শেষ পর্যন্ত ক্ষতি কিন্তু আপনারই হয়, পকেট শূন্য!
(৩) উত্ত্যক্তকারী
অনেকেই ফেসবুকের বন্ধু তালিকার পরিধি অনেক বাড়িয়ে ফেলেন। এরপর মতের অমিল হলেই দেখা যায় নানাভাবে হয়রানির শিকার হন, যা তাদের বাস্তব জীবনেও প্রভাব ফেলে। যেমন প্রতিপক্ষকে গালি বা অশ্লীল ছবিযুক্ত লেখা পোস্ট করা। যিনি এর শিকার হন তার জীবন হয়ে উঠে দুর্বিষহ। এসব সাইবার উত্যক্তকারীকে ব্লক করে দিন।
অনেকেই ফেসবুকের বন্ধু তালিকার পরিধি অনেক বাড়িয়ে ফেলেন। এরপর মতের অমিল হলেই দেখা যায় নানাভাবে হয়রানির শিকার হন, যা তাদের বাস্তব জীবনেও প্রভাব ফেলে। যেমন প্রতিপক্ষকে গালি বা অশ্লীল ছবিযুক্ত লেখা পোস্ট করা। যিনি এর শিকার হন তার জীবন হয়ে উঠে দুর্বিষহ। এসব সাইবার উত্যক্তকারীকে ব্লক করে দিন।
(৪) প্রাক্তন প্রেমিকা
প্রাক্তন প্রেমিকার ফেসবুক প্রোফাইল, পোস্ট, ছবি চেক করা এখন এতোটাই সাধারণ মানসিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে মনোবিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘Monitoring’। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা যায়, ৫৯ ভাগ ফেসবুক ব্যবহারকারী তাদের বর্তমান প্রেমিকার বন্ধু তালিকায় আছেন বা রেখেছেন। অন্যদিকে ৬৪ ভাগ ব্যবহারকারী তাদের সাবেক প্রেমিকার সাথে সম্পর্ক ভেঙ্গে গেলেও ফেসবুক বন্ধু তালিকায় আছেন। কিন্তু মিসৌরি বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, যদি আপনার প্রতি ঘণ্টায় একাধিকবার ফেসবুকে লগ-ইন করার অভ্যাস থাকে ও আপনার প্রেমের সম্পর্ক হয় ৩ বছরের কম, তবে এ সম্ভাবনা খুব বেশি যে আপনি আপনার নতুন গার্লফ্রেন্ড বা প্রেমিকার সাথে প্রতারণা করবেন। তাই গবেষকদের পরামর্শ, পুরনো প্রেমিকাকে ব্লক করে দিন। এটা আপনার মানসিক শান্তি বাড়াবে ও জীবনকে এগিয়ে নেবে।
প্রাক্তন প্রেমিকার ফেসবুক প্রোফাইল, পোস্ট, ছবি চেক করা এখন এতোটাই সাধারণ মানসিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে যে মনোবিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘Monitoring’। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের এক জরিপে দেখা যায়, ৫৯ ভাগ ফেসবুক ব্যবহারকারী তাদের বর্তমান প্রেমিকার বন্ধু তালিকায় আছেন বা রেখেছেন। অন্যদিকে ৬৪ ভাগ ব্যবহারকারী তাদের সাবেক প্রেমিকার সাথে সম্পর্ক ভেঙ্গে গেলেও ফেসবুক বন্ধু তালিকায় আছেন। কিন্তু মিসৌরি বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে, যদি আপনার প্রতি ঘণ্টায় একাধিকবার ফেসবুকে লগ-ইন করার অভ্যাস থাকে ও আপনার প্রেমের সম্পর্ক হয় ৩ বছরের কম, তবে এ সম্ভাবনা খুব বেশি যে আপনি আপনার নতুন গার্লফ্রেন্ড বা প্রেমিকার সাথে প্রতারণা করবেন। তাই গবেষকদের পরামর্শ, পুরনো প্রেমিকাকে ব্লক করে দিন। এটা আপনার মানসিক শান্তি বাড়াবে ও জীবনকে এগিয়ে নেবে।
(৫) ভিন্ন মতাদর্শের রাজনৈতিক ‘ত্যানা প্যাঁচানো’ ব্যক্তি
এরকম অনেকেই আছেন যারা দিন-রাত শুধু রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়িতে ফেসবুক গরম করে রাখেন ও নিজে যা বলছেন সেটাকেই একমাত্র ধ্রুব সত্য বলে মনে করেন। এক্ষেত্রে তিনি যদি অসত্য কিংবা অসম্পূর্ন তথ্য দেন এবং আপনি সেখানে সঠিক তথ্য দিতে যান, সেক্ষেত্রে আলোচনাটি ঝগড়ার পর্যায়ে চলে যাবার ঘটনা সবচেয়ে বেশি। এধরণের ব্যক্তিদেরকে ব্লক করে দেয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ তাদের বক্তব্য আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে।
এরকম অনেকেই আছেন যারা দিন-রাত শুধু রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়িতে ফেসবুক গরম করে রাখেন ও নিজে যা বলছেন সেটাকেই একমাত্র ধ্রুব সত্য বলে মনে করেন। এক্ষেত্রে তিনি যদি অসত্য কিংবা অসম্পূর্ন তথ্য দেন এবং আপনি সেখানে সঠিক তথ্য দিতে যান, সেক্ষেত্রে আলোচনাটি ঝগড়ার পর্যায়ে চলে যাবার ঘটনা সবচেয়ে বেশি। এধরণের ব্যক্তিদেরকে ব্লক করে দেয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। কারণ তাদের বক্তব্য আপনাকে ভুল পথে পরিচালিত করতে পারে।
(৬) যারা ফেসবুকে বেশি জাঁকজমক দেখান
আপনার বন্ধু তালিকায় অনেক বন্ধুই হয়তো আছেন যারা প্রায় সব সময়ই বেশ হাসিখুশি, বিত্ত-বৈভব, ঘুরে-বেড়ানোর ছবি বা তথ্য শেয়ার দেন। গবেষণায় দেখা গিয়েছে, যত আপনার ফেসবুক বন্ধু বেশি হবে ও তাদের ভার্চুয়াল জগতে উপস্থাপন করা একপেশে ছবি/তথ্য দেখবেন, তত বেশি আপনার নিজেকে ব্যর্থ মনে হবে। কারণ, বাস্তব জগত বা অফলাইনে আপনার কখনোই জানার কথা নয় সেই ব্যক্তি কোথায় বেড়াতে গেল বা কোন দামি মোবাইল ফোনটি কিনলো। তাই ফেসবুকে কেউ বেশি জাঁকজমকপূর্ণ কোন কিছু উপস্থাপন করলেই তা বিশ্বাস করে ফেলবেন না। আর এগুলো আপনার মনে বিষণ্ণতা বা অপূর্ণতার অনুভূতি নিয়ে আসলে তাকে ব্লক করে দিন। আর মনে রাখবেন, আপনি ব্যর্থ নন!
আপনার বন্ধু তালিকায় অনেক বন্ধুই হয়তো আছেন যারা প্রায় সব সময়ই বেশ হাসিখুশি, বিত্ত-বৈভব, ঘুরে-বেড়ানোর ছবি বা তথ্য শেয়ার দেন। গবেষণায় দেখা গিয়েছে, যত আপনার ফেসবুক বন্ধু বেশি হবে ও তাদের ভার্চুয়াল জগতে উপস্থাপন করা একপেশে ছবি/তথ্য দেখবেন, তত বেশি আপনার নিজেকে ব্যর্থ মনে হবে। কারণ, বাস্তব জগত বা অফলাইনে আপনার কখনোই জানার কথা নয় সেই ব্যক্তি কোথায় বেড়াতে গেল বা কোন দামি মোবাইল ফোনটি কিনলো। তাই ফেসবুকে কেউ বেশি জাঁকজমকপূর্ণ কোন কিছু উপস্থাপন করলেই তা বিশ্বাস করে ফেলবেন না। আর এগুলো আপনার মনে বিষণ্ণতা বা অপূর্ণতার অনুভূতি নিয়ে আসলে তাকে ব্লক করে দিন। আর মনে রাখবেন, আপনি ব্যর্থ নন!
(৭) যারা ফেসবুক গেমে আসক্ত
আপনি কি জানেন শুধু ‘ক্যান্ডি ক্র্যাশ’ গেম থেকেই ফেসবুক তার অন্য যেকোন ফিচারের থেকে অনেক বেশি অর্থ আয় করে। এতে ফেসবুক ব্যবহারকারীদের সময় নষ্ট হচ্ছে, আয় বাড়ছে ফেসবুকের। তাই যেসব বন্ধু ফেসবুক গেমে অতিরিক্ত সময় দেন ও ক্রমাগত আপনাকে গেম খেলতে রিকুয়েস্ট দেন, তাদেরকে ব্লক করুন। যেকোন মূহুর্তে আপনি নিজেই না আবার আসক্ত হয়ে পড়েন!
আপনি কি জানেন শুধু ‘ক্যান্ডি ক্র্যাশ’ গেম থেকেই ফেসবুক তার অন্য যেকোন ফিচারের থেকে অনেক বেশি অর্থ আয় করে। এতে ফেসবুক ব্যবহারকারীদের সময় নষ্ট হচ্ছে, আয় বাড়ছে ফেসবুকের। তাই যেসব বন্ধু ফেসবুক গেমে অতিরিক্ত সময় দেন ও ক্রমাগত আপনাকে গেম খেলতে রিকুয়েস্ট দেন, তাদেরকে ব্লক করুন। যেকোন মূহুর্তে আপনি নিজেই না আবার আসক্ত হয়ে পড়েন!
(৮) নিজ মতাদর্শের রাজনৈতিক ‘ত্যানা প্যাঁচানো ব্যক্তি’
তবে ভিন্ন মতাদর্শের ব্যক্তির কাছ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে থাকাটাও কোন কাজের কথা নয়। এরকমও হতে পারে তিনি হয়তো সত্য তথ্যই বলেছেন। কিন্তু আপনার বিশ্বাসের সাথে মিল আছে এরকম কোন ব্যক্তি এতোটাই অযৌক্তিকভাবে চরমপন্থি যে তিনি আপনার ও অন্যদের সবার জন্যই বিরক্তির কারণ। তাই এদেরকেও ব্লক করুন।
তবে ভিন্ন মতাদর্শের ব্যক্তির কাছ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে থাকাটাও কোন কাজের কথা নয়। এরকমও হতে পারে তিনি হয়তো সত্য তথ্যই বলেছেন। কিন্তু আপনার বিশ্বাসের সাথে মিল আছে এরকম কোন ব্যক্তি এতোটাই অযৌক্তিকভাবে চরমপন্থি যে তিনি আপনার ও অন্যদের সবার জন্যই বিরক্তির কারণ। তাই এদেরকেও ব্লক করুন।
(৯) যারা ফেসবুকে অতিরিক্ত ছবি বা পোস্ট শেয়ার দেন ও অন্যদেরকে ট্যাগ দেন
এটা বেশ জরুরী আপনার ফেসবুক প্রোফাইলকে ‘আবর্জনা’মুক্ত রাখা। অনেক ফেসবুক ব্যবহারকারী অল্প সময়ের ব্যবধানে প্রচুর আপডেট দেন, তার এমন সব পোস্টে নিজের বন্ধুদেরকে বা আপনাকেই ট্যাগ দেন, যেটার সাথে আপনার সম্পর্কই নেই। এরপরেই শুরু হয় নোটিফিকেশনের উৎপাত। এর ফলে আপনার পক্ষে বেশিরভাগ সময়ই অন্য বন্ধুদের তথ্যগুলো দেখা হয়ে উঠে না। এধরণের ফেসবুক ব্যবহারকারীদের ব্লক করুন, যদি তারা আপনার অনুরোধেও তাদের কাজ থেকে বিরত না হয়।
এটা বেশ জরুরী আপনার ফেসবুক প্রোফাইলকে ‘আবর্জনা’মুক্ত রাখা। অনেক ফেসবুক ব্যবহারকারী অল্প সময়ের ব্যবধানে প্রচুর আপডেট দেন, তার এমন সব পোস্টে নিজের বন্ধুদেরকে বা আপনাকেই ট্যাগ দেন, যেটার সাথে আপনার সম্পর্কই নেই। এরপরেই শুরু হয় নোটিফিকেশনের উৎপাত। এর ফলে আপনার পক্ষে বেশিরভাগ সময়ই অন্য বন্ধুদের তথ্যগুলো দেখা হয়ে উঠে না। এধরণের ফেসবুক ব্যবহারকারীদের ব্লক করুন, যদি তারা আপনার অনুরোধেও তাদের কাজ থেকে বিরত না হয়।
(১০) যারা ঘন ঘন বিভিন্ন খাবারের ছবি আপলোড করেন
গবেষণায় দেখা গিয়েছে, ফেসবুকে বন্ধুদের আপলোড করা খাবারের ছবি মানুষকে ক্ষুধার্ত করে তোলে। এরফলে তাদের মস্তিষ্ক এমনভাবে উদ্দীপিত হয় যাতে তারা বেশি খাবার খেতে প্ররোচিত হন, যা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এই ভার্চুয়াল ‘ভোজনরসিক’দের ব্লক করুন অবিলম্বে।
গবেষণায় দেখা গিয়েছে, ফেসবুকে বন্ধুদের আপলোড করা খাবারের ছবি মানুষকে ক্ষুধার্ত করে তোলে। এরফলে তাদের মস্তিষ্ক এমনভাবে উদ্দীপিত হয় যাতে তারা বেশি খাবার খেতে প্ররোচিত হন, যা তাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই এই ভার্চুয়াল ‘ভোজনরসিক’দের ব্লক করুন অবিলম্বে।
হ্যাপি ফেসবুকিং
মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৪
আপনি কি জানেন ? কি কি কারনে আপনার ফেসবুক এর পাসওয়ার্ড চুরি হতে পারে
আসসালামু
আলাইকুম
কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভাল আছি।
বর্তমান যুগে ফেসবুক যেন প্রত্যেকের নিত্যদিনের সঙ্গী। প্রতিদিন অন্তত
একবার করে ফেসবুক না দেখলে যেন চলেই না। আবার অনেকে তো প্রতি মুহুর্তেই
মোবাইল ও বিভিন্ন উপায়ে ফেসবুকে থাকছেন। অর্থাৎ, প্রতিদিনের একটি
অপরিহার্য্য অংশ হয়ে গেছে ফেসবুক। তারচেয়েও বড়
ব্যাপার হলো, ফেসবুকে ব্যক্তিগত অনেক তথ্য সংরক্ষিত থাকে। এছাড়াও আপনার
ফেসবুকের নিরাপত্তা এতোটাই গুরুত্বপূর্ণ যে, কেউ তা হাতে পেয়ে গেলে এর
মাধ্যমে কেবল আপনার সম্পর্কে তথ্য চুরিই নয়, বরং আপনার চিত্রটাকেই সবার
সামনে নষ্ট করে ফেলতে পারে।
ফেসবুকের পাসওয়ার্ড চুরি হয়ে গেলে কী হবে তা নিশ্চয়ই বিস্তারিত বলার
প্রয়োজন নেই। আসুন জেনে নিই কীভাবে আপনি নিজের অজান্তেই ফেসবুকের পাসওয়ার্ড
দিয়ে দিতে পারেন অন্যের হাতে।
ফেসবুক অ্যাপ্লিকেশন, কজ এবং বিজ্ঞাপন
এ কথা বারবারই বলা হয় যে, ফেসবুকের অসংখ্য অ্যাপ্লিকেশনের অধিকাংশই
নিরাপদ নয়। কিছুদিন আগে ফার্মভিলের মতো সর্বাধিক জনপ্রিয় কিছু অ্যাপ্লিকেশন
ও গেমও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুসারে স্বীকার করেছে যে, তারা
বিজ্ঞাপনের স্বার্থে তাদের ব্যবহারকারীদের কিছু তথ্য দিয়েছে। এছাড়াও
অসংখ্যা অ্যাপ্লিকেশনের ভাণ্ডারে হঠাৎই হয়তো এমন কোনো অ্যাপ্লিকেশন থেকে
আপনাকে রিকোয়েস্ট বা ইনভাইট পাঠানো হলো যেটা এমন পাসওয়ার্ড চুরি করে এবং
এখন পর্যন্ত ধরা পড়েনি।
আসল কথা হলো, এসব অজানা-অচেনা কজ, অ্যাপ্লিকেশন ইত্যাদি থেকে যত দূরে
থাকা যায় ততই ভালো। অন্যথায় এসবের মাধ্যমে আপনার পাসওয়ার্ড বা অন্যান্য
ব্যক্তিগত তথ্যাদি হ্যাকারদের হাতে চলে যাওয়াসহ আপনার অ্যাকাউন্টের
নিয়ন্ত্রণই চলে যেতে পারে।
ফেসবুক ইমেইল ফিশিং
ইমেইলের মাধ্যমেও আবার ফেসবুকের পাসওয়ার্ড চুরির শিকার হতে পারেন একটু অসতর্ক হলেই। অনেক চালাক হ্যাকাররা ঠিক ফেসবুক নোটিফিকেশনের মতো করে ইমেইল তৈরি করে এবং তা ফেসবুকের মতোই কাছাকাছি কোনো ডোমেইন থেকে ইমেইল আকারে পাঠায়। এসব ইমেইলে থাকা লিংকগুলো ক্লিক করলে যে সাইটটি ওপেন হবে সেটাও অবিকল ফেসবুকের মতোই হবে। কিন্তু মূলত এটি ফিশিং সাইট। এর ফলে, আপনার ইউজারনেম ও পাসওয়ার্ড নিশ্চিন্তে হ্যাকার মশাইরা পেয়ে যাচ্ছে।
এসব আক্রমণ থেকে বাঁচতে সবসময় ইমেইলের লিংকে ক্লিক করার আগে দেখে নেয়া
উচিৎ তা facebook.com ঠিকানাতেই যাচ্ছে কি না। কারণ, যত যা-ই হোক। ফেসবুকের
ঠিকানা ঠিক থাকলে লগইন করতে আর কোনো ঝামেলা নেই।
ফেসবুক শেয়ার বাটন
থার্ড পার্টি সাইটের বিভিন্ন কন্টেন্ট যেমন পোস্ট, ছবি, ভিডিও ইত্যাদি
ফেসবুকে শেয়ার করার জন্য শেয়ার বাটন যুক্ত করা থাকে। মূলত ব্যবহারকারীর
সুবিধার্থেই এই ফেসবুক শেয়ার বাটনগুলো যুক্ত করা হয়। কিন্তু এই শেয়ার বাটনও
কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ড চুরির কারণ হতে পারে।
অনেক হ্যাকাররা তাদের সাইটে শেয়ার বাটন নিজেরা যোগ করে এবং সেখানে ক্লিক
করলে যেই সাইট ওপেন হয়, সেটা ফেসবুকের মতো দেখতে হলেও তা আসলে ফিশিং সাইট।
আপনি ফেসবুক মনে করে লগইন করার চেষ্টা করতে গেলেই আপনার পাসওয়ার্ড চলে
যাবে তাদের হাতে।
এক্ষেত্রেও আপনি যদি সতর্ক থাকেন তাহলে ফিশিং সাইট এড়াতে পারবেন। কেবল খেয়াল রাখবেন যেই লিংকে ক্লিক করছেন, তা facebook.com কি না।
পাবলিক কম্পিউটারে লগইন
সাইবার ক্যাফে বা এ জাতীয় পাবলিক কম্পিউটারে লগইন করার সময়ও সতর্ক থাকতে
হবে। সাইবার ক্যাফে থেকে লগইন করার সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে কি-লগার। অনেক
সফটওয়্যার আছে যেগুলো কম্পিউটারে থাকলে আপনি ব্রাউজিং করার সময় ব্যবহৃত সব
পাসওয়ার্ড সেইভ করে ফেলে। তবে ফায়ারফক্স বা ক্রোম ব্যবহার করলে এই ঝুঁকি
থাকে না বলেই জানা গেছে। তবে আরেকটি সাধারণ ভুল অনেকেই করেন তা হলো
remember me/keep me logged in বক্সে টিক দিয়ে লগইন করেন। অথবা পাসওয়ার্ড
সংরক্ষণ করার অনুমতি চাইলে অনেকে না বুঝেই বা তাড়াহুড়োয় সেইভ করে ফেলেন।
এতে করে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড চুরি না হলেও আপনার অ্যকাউন্টে অন্য
কেউ অ্যাক্সেস পেয়ে যাচ্ছে যা সমানভাবেই ক্ষতিকর।
অতএব, আমাদের সবারই উচিৎ কেবল ফেসবুকই নয়, বরং ইমেইলসহ যাবতীয় সব পাসওয়ার্ড
নিরাপদ রাখার ব্যাপারে সতর্ক হওয়া এবং বিশেষ করে কোনো সাইটে লগইন করার আগে
বা পাসওয়ার্ড দেয়ার আগে এবং ইমেইলে আসা লিংকে ক্লিক করার আগে নিশ্চিত হয়ে
নেয়া যে ইমেইলটি বা ওয়েবসাইটটি ফিশিং সাইট নয়। তাহলে ফেসবুকসহ যাবতীয় সব
পাসওয়ার্ড নিরাপদ রাখা সম্ভব হবে।
ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউন পড়ার জন্য।
উপকৃত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।
আসা করি পারবেন, না বুজলে কমেন্ট করবেন।
আসা করি পারবেন, না বুজলে কমেন্ট করবেন।
সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৪
এবার ফেসবুক প্রোফাইলের URL বদলানো যাবে, তাড়াতাড়ি করে নিন !!!
আসসালামু
আলাইকুম
কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভাল আছি।
আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চরম গরম একটা টিপস। অনেকদিন ধরেই খুজছিলাম
কিভাবে ফেসবুক প্রোফাইলের URL/ Username বদলানো যায়। পদ্ধতিটা অনেক সহজ তাই
চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি হয়ত আমার মতো কারো কাজে লেগে যাবে।
আমি আগেই বলে নিচ্ছি এই পদ্ধতিতে শুধু আপনার পারসনাল প্রোফাইলের URL বদলানো
যবে ফ্যান পেজের না।
আসুন দেখে নেই স্টেপগুলোঃ
১) প্রথমে যেকোনো নাম দিয়ে একটা
ফেসবুক পেজ খুলেন (Gear আইকনে ক্লিক করে Create Page) পেজ খোলার সময়
"www.facebook.com/username" এর ঘরটা ফাকা রেখে বাকি সব ঘর পুরন করে পেজ
বানান।
২) পেজ ওপেন হওয়ার পর, "Update Page Info" তে ক্লিক করে
"Facebook Web Address" এ আপনার বর্তমান ফেসবুক প্রোফাইলের URL
("www.facebook.com/yourname") টা Http:// ছাড়া কপি করুন।
৩) এবার
ফেসবুক একটা ওয়ার্নিং দেবে যে আপনার দেওয়া URL টা আপনার পারসনাল প্রোফাইলের
URL এর সাথে মিলে গেছে। তখন জিজ্ঞেস করবে আপনি URL Transfer করতে চান? তখন
Transfer এ ক্লিক করুন।
৪) এবার আপনার ফেসবুক প্রোফাইলের সেটিংএ গিয়ে দেখুন আপনার Username Reset হয়ে গেছে। এখন আপনার কাংখিত URL দিয়ে সেভ করুন।
৫) কাজ শেষ করে যে পেজটা বানিয়েছিলেন সেটা ডিলিট করে দিন।
তাড়াতাড়ি করে নিন। এইসব ফাক ফুকরের কথা জানতে পারলে হয়তো ফেসবুক এটা বন্ধ করে দেবে। ইদানিং সে অনেক চালাক হয়ে গেছে।
কোন
সমস্যা হলে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করুন। পোস্ট ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো না লাগলে আমারে ধইরা ঘারান (পাইলে তো )
বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪
ফেসবুকে চ্যাট করুন রঙিন বর্ণ দিয়ে
অনেক সময় দেখেছি অনেকে ফেসবুকে চ্যাট করে
কালাফুল টেক্সট দিয়ে। আজ আমরা শিখবো কিভাবে কালারফুল টেক্সট দিয়ে ফেসবুকে
চ্যাট করা যায়। ফেসবুক চ্যাট করার সময় আমরা বিভিন্ন এক্সপ্রেসনের আইকন
সেন্ট করার জন্য সিম্বলগুলি লিখে থাকি। কিন্তু
লিখার পর চ্যাটে লাভ আইকন দেখায়, ঠিক এই জিনিসটাও একই ভাবে কাজ করে। এমন
কিছু কোড আছে যেগুলি লিখলে বিভিন্ন কালারের অক্ষর দেখায়। যেমন
468938769812703 কোডটি A লেখার জন্য। এমনি ভাবে বিভিন্ন কালার ও বিভিন্ন
স্টাইলের ফন্টের কোড আছে। সহজে কোডগুলি পাবার জন্য এই http://livepress24.com/chat/
লিংকটাতে যেয়ে যেকোন ম্যাসেজ লিখে চ্যাট কোডগুলি ফেসবুকের চ্যাট বক্সে
পেস্ট করলেই কালারফুল ফন্ট দেখতে পাবেন। কিভাবে ফন্ট কনভার্ট করবেন, ইমেজের
নম্বরগুলি ফলো করুন। দুই নম্বর বক্সে আপনার ম্যাসেজগুলি লিখুন, তিন নম্বর
বক্সে ফন্টের প্রিভিউ দেখতে পাবেন এবং চার নম্বর বক্সের কোডগুলি আপনার
ফেসবুক চ্যাট বক্সে পেস্ট করুন এবং এন্টার দিন। এক নম্বর বক্সে ক্লীক করে
আপনি ফন্টের স্টাইল পরিবর্তন করতে পাবেন।
টিউনটি ভালো লাগলে জানাবেন।
এবার ফেসবুক স্ট্যাটাস দিন ঠিক উলটো করে (মিস করবেন না)
বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন ।
আজ আমি একটি মজার পোস্ট শেয়ার করছি । আশা করি ভালো লাগবে । অনেকে এটি জানে ,তবে যারা জানেন না তাদের জন্য ।
এটি একটি মজার বেপার যে ফেসবুক এ স্ট্যাটাস দিবেন উলটো করে আপনার বন্ধুদের এখনি চমকে দিন । চলুন দেখি কি করে আপনার স্ট্যাটাস কে উলটো করে দিবেন ।
১) প্রথমে এখানে যান । http://www.fliptext.org/
২) এখন আপনার স্ট্যাটাস টি লিখুন ।
৩) নিচে দেখুন আপনার স্ট্যাটাস টি উলটো হয়ে গেছে এখন এই লেখাটি কপি করে আপনার ফেসবুক স্ট্যাটাস দিয়ে দিন ।
ব্যাস হয়ে গেল আপনার উলটো ফেসবুক স্ট্যাটাস
ভালো লাগলে আপনার মূল্যবান মতামত দিবেন।
ধন্যবাদ ।
আজ আমি একটি মজার পোস্ট শেয়ার করছি । আশা করি ভালো লাগবে । অনেকে এটি জানে ,তবে যারা জানেন না তাদের জন্য ।
এটি একটি মজার বেপার যে ফেসবুক এ স্ট্যাটাস দিবেন উলটো করে আপনার বন্ধুদের এখনি চমকে দিন । চলুন দেখি কি করে আপনার স্ট্যাটাস কে উলটো করে দিবেন ।
১) প্রথমে এখানে যান । http://www.fliptext.org/
২) এখন আপনার স্ট্যাটাস টি লিখুন ।
৩) নিচে দেখুন আপনার স্ট্যাটাস টি উলটো হয়ে গেছে এখন এই লেখাটি কপি করে আপনার ফেসবুক স্ট্যাটাস দিয়ে দিন ।
ব্যাস হয়ে গেল আপনার উলটো ফেসবুক স্ট্যাটাস
ভালো লাগলে আপনার মূল্যবান মতামত দিবেন।
ধন্যবাদ ।
সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৪
কোন সফটওয়্যার ছাড়াই দেখুন কে কে আপনার ফেসবুক প্রোফাইল ভিউ করে
আসসালামু আলাইকুম,
আশা করি আপনার সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের এমন একটি বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনি আপনার ফেইসবুক প্রোফাইল ভিজিটর দের দেখতে পাবেন। এটা সত্যি আপনাকে বিস্মিত করবে। আমরা জানি বিভিন্ন প্রোফাইল ভিউয়ার সফটওয়্যারগুলো ভুল তথ্য প্রদর্শন করে এবং অতিরঞ্জিত করে তথ্য প্রদশন করে যা আসলে সঠিক নয়। যার ফলে আপনার অগোচরে থেকে যায় আপনার আসল প্রোফাইল ভিউয়ার।
এটা আসলে খুব কষ্ট সাধ্য যে আপনার প্রোফাইল ভিউয়ার খুজে বের করা। কিন্তু এখন আমি যে টিপস টি দিব এর মাধ্যমে খুব সহজে প্রোফাইল ভিউয়ার বের করতে পারবেন । চলুন শুরু করা যাক
আশা করি আপনার সবাই ভাল আছেন।
আজ আমি আপনাদের এমন একটি বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেব যার মাধ্যমে আপনি আপনার ফেইসবুক প্রোফাইল ভিজিটর দের দেখতে পাবেন। এটা সত্যি আপনাকে বিস্মিত করবে। আমরা জানি বিভিন্ন প্রোফাইল ভিউয়ার সফটওয়্যারগুলো ভুল তথ্য প্রদর্শন করে এবং অতিরঞ্জিত করে তথ্য প্রদশন করে যা আসলে সঠিক নয়। যার ফলে আপনার অগোচরে থেকে যায় আপনার আসল প্রোফাইল ভিউয়ার।
এটা আসলে খুব কষ্ট সাধ্য যে আপনার প্রোফাইল ভিউয়ার খুজে বের করা। কিন্তু এখন আমি যে টিপস টি দিব এর মাধ্যমে খুব সহজে প্রোফাইল ভিউয়ার বের করতে পারবেন । চলুন শুরু করা যাক
ধারাবাহিক ভাবে পদ্ধতি গুলো অনুসরণ করুণঃ
প্রথমে আপনার ফেইসবুক পেইজে লগইন করে প্রোফাইল এ ক্লিক করুন।
এবার কীবোর্ড থেকে Ctrl+U চাপুন।(আপনার ফেইসবুক পেইজের source code ওপেন হবে)
কীবোর্ড থেকে Ctrl+F চেপে search box ওপেন করুন।
Search box [],{“list”: মার্ক করা code টি লিখুন। দেখবেন ফেইসবুক আইডি যুক্ত একটি লিস্ট ওপেন হয়েছে।
প্রথমে আপনার ফেইসবুক পেইজে লগইন করে প্রোফাইল এ ক্লিক করুন।
এবার কীবোর্ড থেকে Ctrl+U চাপুন।(আপনার ফেইসবুক পেইজের source code ওপেন হবে)
কীবোর্ড থেকে Ctrl+F চেপে search box ওপেন করুন।
Search box [],{“list”: মার্ক করা code টি লিখুন। দেখবেন ফেইসবুক আইডি যুক্ত একটি লিস্ট ওপেন হয়েছে।
যা হবে এরকম
[],{“list”:100000428218692-2","100001796535546-2","100000421373889-2","100002977140210-2","100001299735489-2","100002049586594-2","1845456613-2","100005899852714-5”
লিস্টের প্রথমে যে আইডিটি দেখতে পাচ্ছেন এটি হল আপনার প্রোফাইল ভিউয়ার দের মধ্যে সবচেয়ে একটিভ বা বেশি বার আপনার প্রোফাইল ভিউ করেছে এবং সবার শেষে যেটি আছে এটি সবচেয়ে কম একটিভ আপনার প্রোফাইল ভিউয়ার।আইডি গুলোর ব্যক্তিকে দেখতে নাম্বার আইডিটি কপি করুন । নতুন একটি ট্যাব খুলে এড্রেস বারে নিচের মত করে লিখে ওকে করুন http://www.facebook.com/facebook profile id
উদাহরণ সরূপ http://www.facebook.com/100000535156818
উপরোক্ত পদ্ধতিতে আপনি আপনার প্রোফাইল ভিউয়ার সহজে দেখতে পাবেন কোন প্রকাররের সফটওয়্যার ছাড়া। আশা করি টিপসটি আপনাদের ভাল লেগেছে।
[],{“list”:100000428218692-2","100001796535546-2","100000421373889-2","100002977140210-2","100001299735489-2","100002049586594-2","1845456613-2","100005899852714-5”
লিস্টের প্রথমে যে আইডিটি দেখতে পাচ্ছেন এটি হল আপনার প্রোফাইল ভিউয়ার দের মধ্যে সবচেয়ে একটিভ বা বেশি বার আপনার প্রোফাইল ভিউ করেছে এবং সবার শেষে যেটি আছে এটি সবচেয়ে কম একটিভ আপনার প্রোফাইল ভিউয়ার।আইডি গুলোর ব্যক্তিকে দেখতে নাম্বার আইডিটি কপি করুন । নতুন একটি ট্যাব খুলে এড্রেস বারে নিচের মত করে লিখে ওকে করুন http://www.facebook.com/facebook profile id
উদাহরণ সরূপ http://www.facebook.com/100000535156818
উপরোক্ত পদ্ধতিতে আপনি আপনার প্রোফাইল ভিউয়ার সহজে দেখতে পাবেন কোন প্রকাররের সফটওয়্যার ছাড়া। আশা করি টিপসটি আপনাদের ভাল লেগেছে।
রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৪
ভয় নেই, কিছু নিয়ম মানলেই আপনার ফেসবুক আইডি নিরাপদ থাকবে
আমাদের প্রত্যেকের কাছেই ফেসবুক আইডিটা অনেক আপন এবং অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ধরুন, একদিন সকালে ঘুম থেকে উঠে ফেসবুকে লগিন করলেন। কিন্তু কোনমতেই লগিন করতে পারছেন না। আপনার আর বুঝতে অসুবিধা নেই যে আপনার একাউন্ট হ্যাকিং এর শিকার। তাই এরকম আকস্মিক হ্যাকিং থেকে বাঁচতে প্রয়োজন কিছু বিষয় জানা এবং তা মানা । আজ আপনাদের সাথে কিছু টিপস শেয়ার করব। আশা করি এসব মেনে চলেন আপনার ফেসবুক আইডি হ্যাকিং থেকে বাঁচবে।
চলুন জেনে
নেই আজকের
গরম গরম
টিপস :-
- কখনই, কোনমতেই পাসওয়ার্ড শেয়ার করা থেকে বিরত থাকুন। এমনকি আপনার পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথেও পাসওয়ার্ড বলা থেকে দূরে থাকুন।
- ব্রাউজারে সবসময় Secure Connection অবস্থায় ফেসবুক ব্রাউজ করুন।
- ফেসবুকে কোন অবস্থায় বিভ্রান্তিকর লিঙ্কে ক্লিক করবেন না। আমি এ বলছিনা যে, লিঙ্কে ক্লিক করার উপর ১৪৪ ধারা জারি করুন। আমি বলছি, আপনার কাছে বিভ্রান্তিকর/অপ্রয়োজনীয় লিঙ্ক থেকে বিরত থাকুন। হ্যাকাররা বিভিন্ন লিঙ্কের মাধ্যমে আইডি হ্যাকিং করে থাকে।
- Unauthorized Apps ব্যবহার করা থেকে বিরত থাকুন।
- আপনার একাউন্টে Secondary Email অর্থাৎ দুইটি ইমেইল ব্যবহার করবেন। কারণ কোন কারণে আপনার ফেসবুক হ্যাক হলে আপনার দেয়া দ্বিতীয় ইমেইলে প্রয়োজনীয় তথ্য ফেসবুক পাঠিয়ে দিবে। যার মাধ্যমে আপনার আইডি পুনরুদ্ধার করবে।
- আপনার ব্যক্তিগত তথ্য, ইমেইল, মোবাইল নম্বর এসব অপরিচিত ব্যক্তিদের সাথে শেয়ার করা থেকে বিরত থাকুন। এধরনের তথ্য ফেসবুকে দিলে তার Privacy কখনই Public করে রাখবেননা।
- আপনার পাসওয়ার্ড নিয়মিত পরিবর্তন করুন। সবসময় ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করবেন অর্থাৎ সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড, পাসওয়ার্ড হিসেবে আপনার মোবাইল নম্বর ব্যবহার, ছোট পাসওয়ার্ড ব্যবহার করবেননা। নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করা বিরক্ত মনে করলে চলবেনা। এটি অধিক গুরুত্বপূর্ণ একটি কাজ।
বিষয়গুলো আমাদের সবারই
প্রায় জানা।
তবে সেগুলো
আমরা সাধারণত
মানিনা। ফেসবুকের
আইডি সুরক্ষিত
রাখতে আমাদের
উচিৎ এসব
বিষয় লক্ষ্য
রাখা। ধন্যবাদ।
শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৪
গ্রামীন সিম দিয়ে ফ্রি নেট চালান তাও আবার ছবি সহ ১০০% সত্যি
আসসালামু আলাইকুম। আশাকরি সবাই ভাল
আছেন,আমিও আল্লাহ্ সুবানুতালার অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আন্ড্রয়েড ফোনে gp sim দিয়ে ছবি সহ ফ্রি ফেইসবুক ব্যবহার এর পদ্ধতি সম্পর্কে লিখছি।
আছেন,আমিও আল্লাহ্ সুবানুতালার অশেষ রহমতে ভাল আছি। আজকে আমি আন্ড্রয়েড ফোনে gp sim দিয়ে ছবি সহ ফ্রি ফেইসবুক ব্যবহার এর পদ্ধতি সম্পর্কে লিখছি।
১মে আপনার আন্ড্রয়েড ফোনের ইন্টারনেট সেটিংস করে নিন এভাবে
Name : As you wish!
apn: gpinternet
proxy: 141.0.11.241
port : 80
না বুঝলে দেখুন....
...তারপর যে কোন একটি প্যাকেজ এক্টিভ করুন!
আপনি চাইলে *৫০০*0# ডায়াল করে প্যাকেজ এক্টিভ করতে পারেন ফ্রিতে!
আপনি চাইলে *৫০০*0# ডায়াল করে প্যাকেজ এক্টিভ করতে পারেন ফ্রিতে!
***এবার একটি Opera Open করেন না থাকলে ডাউনলোড করুন এখান থেকে
....এখন অপেরা অপেন করে Address bar e লিখুন m.facebook.com আর ব্যাবহার করুন ফ্রি তে!
আর হ্যা সবাই ভাল থাকবেন কিন্তু........