ইন্টারনেট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইন্টারনেট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ৫ জানুয়ারী, ২০১৫

ব্লগিং এ সাফল্য পেতে হলে পোস্টটি পড়ুন !!!!

সবাই কেমন আছেন? আশা করি ভালো। :)
ইদানিং ব্লগ ও ব্লগিং এই দুইটা বিষয়ের সাথে আরও যেই জিনিসটা একদম ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে "ব্লগিং করে ইনকাম"। আমি বর্তমানে যতগুলি ব্লগ দেখে তার মধ্যে ৯০% ব্লগেই এই বিষয়টা বলা হয়েছে। কিন্তু, এই ব্লগের পোস্টগুলি যদি আপনি পড়েন তাহলে মনে হবে ব্লগিং করে কত সহজেই না আয় করা যায়! আজকে ব্লগ খুললাম আর কালকে থেকে আয় করা শুরু করলাম! :)

শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

ভেবে দেখুন বর্তমানে ইন্টারনেটে ওয়েবসাইট কতটা গুরুত্বপূর্ন ♥♥♥♥♥

বর্তমান সময়ে ইন্টারনেট আমাদের মানে বাংলাদেশ তথা সারা বিশ্বের জীবন ব্যাবস্থা আমূল বদলে দেয়ার পাশাপাশি বদলে দিয়েছে আমাদের প্রচলিত অনেক ধারনাকেও। যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব সাধন করেছে ইন্টারনেট। পৃথিবী আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি সচেতন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্যে একটি ওয়েবসাইটের প্রয়োজনীয়তা অপরিহার্য্য। পৃথিবীব্যাপী মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট বিভিন্ন ব্যক্তি,সংস্থা এবং প্রতিষ্ঠানের ভার্চুয়াল মুখপত্র অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। বর্তমান সময়ে একটি ওয়েবসাইটের গুরুত্ব কতটা তা আশলে ভাষায় প্রকাশ করাটা কঠিন । যেসব প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট ডিজাইন করা নেই সেসব প্রতিষ্ঠানকে আজ আর স্মার্ট বলা হচ্ছে না।

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০১৪

***অনলাইনে ছবি এডিটং এর ১৫টি ওয়েবসাইট***

আমারা ডিজাইনিং এর বিভিন্ন ক্ষেত্রে ইলাস্ট্রেটর ও ফটোশপ ব্যাবহার করে থাকি। প্রায়ই বিভিন্ন কারণে ছবি এডিটং এর কাজ ও করার প্রয়োজন পড়ে। এক্ষেত্রে সাধারণত ফটোশপ, ইলাস্ট্রেটর, গিম্প, কোরেল পেইন্টশপের মতো

রবিবার, ২৩ মার্চ, ২০১৪

নেট নেই তো কি হয়েছে, আপনার জি মেইল open করুন offline এ

আসসালামু-আলাইকুম,
কেমন আছেন আপনারা ?? আশা করি আপনারা ভালই আছেন ।
আমাদের প্রায় সবাই-ই Gmail ব্যবহার করি । যদি এটা অফলাইনে ব্যবহার করতে পারি তাহলে তো কথাই নেই...


রবিবার, ৯ মার্চ, ২০১৪

ফ্রি নেট চালান তাও আবার গ্রামীন মডেম দিয়ে !!!!!!

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভাল আছি
 
GP বর্তমানে বেশ ঝামেলা করে , তাই আজ এই ছোট টিউন টি করলাম । আশা করি ভাল লাগবে ...।

১। APN- gpwap দ্বারা মডেম কানেক্ট করুন ।


২। এখান থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে extract করুন ।(আগের software কে আপডেট করা হয়ছে) ডাউনলোড করার নিয়ম
৩। লাল আইকন বিশিষ্ট XT181PP ফাইল ওপেন করুন ।


৪। Listen এ ক্লিক করুন ।


৫। Browser এবং IDM এ proxy- 127.0.0.1 , port- 8080 সেট করুন ।।এবার গ্রামীনফোনে আনলিমিটেড ফ্রি নেট ব্যবহার করুন ।

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪

যেভাবে ওয়েব সাইট ব্লক করবেন, না দেখলে চরম মিস !!!!




কিছু কিছু সময় আমাদের কিছু ওয়েব সাইট ব্লক করতে হয়, যেমন ধরুন আপনার ঘরে ssc পরীক্ষার্থী স্টুডেন্ট আছে, অথচ সে পড়ালেখা না করে সারাদিন ফেজবুক নিয়ে পড়ে থাকে, আপনি বার বার বারন করেও তাকে ফেজবুক থেকে ফিরাতে পারছেননা। কারন আপনিতো আর সবসময় বাসায় পড়ে থাকেন না। তাই আপনার জন্য আমার আজকের পোস্ট। আপনি চাইলে ফেজবুক ( চাইলে যে কোন ওয়েব সাইট ) কে আপনার পিসি
থেকে ব্লক করে দিতে পারেন। তার জন্য আপনি আপনার c ড্রাইভে যান, তারপর windows, তারপরsystem32, তারপর drivers, তারপর ect এ ক্লিক করুন।
অথবা সরাসরি run এ গিয়ে নিচের লিখাটি কপি করে ওকে করুন।
C:\WINDOWS\system32\drivers\etc এবার hosts ফাইলটিকে নোটপ্যাড দিয়ে ওপেন করুন, এবার দেখুন ঠিক নিচের দিকে 127.0.0.1 localhost নামে একটি লাইন লিখা আছে,
ঠিক ঐ লাইনটার নিচে 127.0.0.1 http://www.facebook.com এই ভাবে লিখে যোগ করে দিয়ে সেভ করে বেরিয়ে যান। এভাবে আপনি যতগুলো ইচ্ছে ততগুলো  ওয়েব সাইট ব্লক করে রাখতে পারবেন। মানে যে সাইটটিই ব্লক করতে চান তার শুরুতে 127.0.0.1 লিখে তারপর ওয়েব সাইটের এড্রেস লিখে  সেভ করে দিন। ব্যাস আপনার কাজ শেষ, এবার দেখুন ব্লক করা সাইটগুলো ভিজিট করতে পারেন কি না???  যদি Unblock বা পূণরায় সাইটটি খুলতে চান তাহলে আগের  জায়গায় গিয়ে  Hosts  ফাইলটি ওপেন করে ব্লককৃত ওয়েবসাইটটির নাম ডিলেট করে দিয়ে ফাইলটি সেভ করে ফেলুন। এবার আপনি আবার সাইটগুলো ভিজিট করতে পারবেন। 
বিঃদ্রঃ ওয়েব সাইট ব্লক বা আনলক করার সময় আপনার নেট কানেকশন বন্ধ রাখবেন, তা না হলে কাজ করবেনা। 
অবশ্যই সে ক্ষেত্রে পিসি রিস্টার্ট করলে কাজ করবে। 
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। 
ভাল লাগলে অবশ্যই জানাবেন...............।। 

মডেমে সিম রেখেই ব্যালেন্স দেখুন

কেমন আছেন সবাই>>>>আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে পোষ্ট করতে যাচ্ছি। পোষ্টটি গ্রামীণফোন মডেম ব্যবহারকারীদের জন্য।
গ্রামীণফোন মডেমে আপনার অবশিষ্ট ডাটার পরিমাণ আপনি ৫০০০ তে মেসেজ করেই জানতে পারবেন। But টাকার (*৫৬৬#) ব্যালেন্স জানতে হলে আপনাকে মডেম থেকে সিম টি খুলতেই হত! সিমটি খুলে মোবাইলে ভরে তারপর এতদিন ব্যালেন্স চেক করতেন। বারবার মডেম থেকে সিম খুলার কারণে বহু মডেম নষ্ট হয়ে গেছে। আসলে আমার মা’র অফিসের মডেমটি কিছুদিন আগে নষ্ট হয়ে গিয়েছিল বার বার সিম খুলার কারণে। এরপর মাথায় বুদ্ধি এল যে গুগলে সার্চ দিয়ে এর কোন সমাধান বের করতে পারি কিনা। অবশেষে সমাধান পেয়ে গেলাম। এখন সমাধানটি আমি আপনাদের সাথে শেয়ার করবো।
আর কোন মডেম নষ্ট হবে না>>>>>>সিম খোলার ঝামেলা অবশেষে শেষ>>>>>>>আমি আজ এমন একটি টিপস নিয়ে এলাম যার সাহায্যে সিম না খুলেই মডেমেই টাকার ব্যালেন্স সহ যেকোন ব্যালেন্স দেখতে পারবেন!!!!!!!!
এজন্য আপনাকে যা যা করতে হবেঃ
প্রথমে নিচের ডাউনলোড লিংক থেকে USSD Activator Plugin নামক একটি সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।

(বিঃদ্রঃ আপনার মডেম এর মডেল জানতে মডেম এর পিছনের দিকে লক্ষ্য করুন। সেখানে মডেল নম্বরটি জানতে পারবেন।)

ডাউনলোড এর শেষে সফটওয়্যারটি আনজিপ করে আপনার পিসিতে Install করুন।
এবার আপনার মডেম টি রির্ষ্টাট দিন। (জিপি ইন্টারনেট সফটওয়্যার বন্ধ করে মডেম টি আপনার পিসি থেকে খুলুন এবং তারপর আবার লাগান)
পুনরায় জিপি ইন্টারনেট সফটওয়্যারটি চালু করুন। এবার উপরের দিকে টুলবারের শেষে নতুন একটি টুল USSD যুক্ত হয়েছে। এখন ওই টুলে ক্লিক করেই আপনি *৫৬৬# ডায়াল করে ব্যালেন্স জেনে নিতে পারেন। এছাড়াও মোবাইলের মাধ্যমে যে সমস- কাজ করা যায় সেগুলোও আপনি এই টুলের সাহায্যে করতে পারবেন।


আশা করি এই পোষ্টটি আপনাদের উপকারে আসবে।
ধন্যবাদ

রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৪

যে কোন ইংলিশ শব্দের বাংলা অর্থ বের করে ফেলুন নিমিষেই।

বন্ধুরা কেমন আছেন? আশা করি ভাল আছেন। ভাল থাকুন সবসময় এই কামনা নিয়ে শুরু করলাম আজকের ছোট্ট অথচ খুবই গুরুত্বপূর্ণ একটি পোষ্ট। আশা করি আপনাদের অনেক ভাল লাগবে। আসলে মূলত আমি আপনাদের কে কোন মেনুয়ালি ডিকশোনারী দিবো না।

যাষ্ট একটি ওয়েস সাইটের সাথে পরিচয় করিয়ে দিবো, যে ওয়েবের সাহায্যে আপনি খুব সহজে ইংলিশ যে কোন শব্দের অর্থ বের করে ফেলতে পারবেন। থাক আর কথা বাড়াবোনা।
ঝটপট এখানে ক্লিক করুন। নিচের মত দেখবেন.................................
বিস্তারিত কিছু বলা লাগবেনা। আশা করি দেখেই বুঝে ফেলেছেন কিভাবে ডিকশোনারীটি ব্যবহার করবেন।
তবে মজার বিষয় হলো আপনি চাইলে ইংলিশ শব্দটির উচ্চারণও শুনে নিতে পারবেন, আবার ইচ্ছা করলে ঐ উচ্চরণটি ডাউনলোডও করে রাখতে পারবেন।
তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন।
Flying Twitter Bird Widget By blogermohsin.blogspot.com