মোবাইল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মোবাইল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সোমবার, ৯ মার্চ, ২০১৫
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪
শনিবার, ৩১ মে, ২০১৪
এনড্রয়েড মোবাইল কিনতে চান ? কম বাজেটের মধ্যে !!!
কম বাজেটে সেরা অ্যান্ড্রয়েড ফোন
(যারা কম বাজেটে অ্যান্ড্রয়েড ফোন কিনতে চাচ্ছেন টিউনটি তাদের জন্য)
ফোনের মডেলঃ Symphony W16
সোমবার, ৫ মে, ২০১৪
অ্যান্ড্রয়েডে অভ্র ব্যাবহার করে বাংলা লেখা ও শেয়ার করার চমৎকার একটি সফটওয়্যার। (ইন্টারনেট কানেকশান এর দরকার নেই)
* ইন্টারনেট কানেকশান ছাড়াই আপনার এন্ড্রয়েড মোবাইল এ বাংলা লিখুন।
* কোন বিজ্ঞাপন এর ঝামেলা নেই।
Download Link (Google Play)
Download Link (Direct Link)
* অভ্র ফনেটিক স্টাইল এ বাংলা লিখার সুবিধা।
* কোন বাংলা কীবোর্ড এর দরকার নেই।
রবিবার, ২০ এপ্রিল, ২০১৪
দেখুন তো মোবাইলের এই কোডগুলো আপনার জানা আছে কি ?
বর্তমান যুগ প্রযুক্তি নির্ভর । তথ্য ও প্রযুক্তির ক্রমবর্ধমান সমপ্রসারনের ফলে আমরা এক জায়গা থেকে অন্যত্র খুব সহজেই যোগাযোগ করতে পারছি । এর ফলে একদিকে যেমন আমাদের অর্থ সাশ্রয় হচ্ছে অন্য দিকে তেমনি পরিশ্রম ও হচ্ছে না । মোবাইল আমাদের যোগাযোগ ব্যবস্থাকে আরও এগিয়ে নিয়ে গেছে । কিন্তু আপনার পছন্দের মোবাইলটির যদি কোন সমস্যা হয় তখন আমাদের সার্ভিসিং এর প্রয়োজন পরে । কিন্তু নরমাল সমস্যাগুলো নিজেরাই ঠিক করা সম্ভব । যেমন মোবাইল ফ্ল্যাস এর কথাই ধরেন এটার জন্য মেকারের কাছে গেলে কমপক্ষে ১০০ টাকা মাশুল গুনতে হয় । যদি নিজেই এটা করতে পারেন তাহলে তো ছোট খাট সমস্যা গুলো নিজেই সমাধান করতে পারবেন ।
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০১৪
বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০১৪
ধীর গতির অ্যান্ড্রয়েড ফোন এর স্পিড বাড়িয়ে নিন ...............
অ্যান্ড্রয়েড ফোনকে স্পিড আপ করার টিপস
বর্তমানে চারপাশে যেদিকেই তাকাবেন প্রায় সবার হাতেই ‘অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের’ স্মার্টফোন দেখতে পারবেন। এরকম নয় যে অনান্য অপারেটিং সিস্টেমের স্মার্টফোন মানুষ ব্যবহার করেনা তবে অ্যান্ড্রয়েড ফোনে আধিক্য বেশি। এর মূল কারন হচ্ছে এই অপারেটিং সিস্টেমের চমৎকার সব স্মার্টফোন যেমন কিনতে অনেক টাকা লাগে ঠিক তেমনি এর লো-এন্ড ফোনগুলোর দামও আবার থেকে যায় হাতের নাগালের মধ্যেই। তবে, অ্যান্ড্রয়েড স্মার্টফোনের একটি কমন সমস্যা হচ্ছে এটি সময়ের সাথে সাথে কিছুটা ধীর গতির হয়ে যায়।
বুধবার, ২৬ মার্চ, ২০১৪
এখন দেখতে পারবেন ঝক ঝকে চক চকে বাংলা লেখা সিম্বিয়ান ফোনে
আপনারা অনেকেই স্যম্বিয়ান মোবাইল এ অপেরা মোবাইল ১২ ব্যাবহার করেন। কিন্তু অপেরা মোবাইল দিয়া বাংলা দেখা যায় নাহ।আজ শিখাব কিভাবে বাংলা দেখা যায়।
এখান থেকে ১.ডাউনলোড ২. ডাউনলোড
ফাইল ডাউনলোড করুন এখন extract করুন। ভিতরে ৬ টি ফ্রন্ট পাবেন ।
copy or move করুন e:/system/apps/OperaMobile/fronts/
অপেরা মোবাইল ইন্টারনাল মেমোরিতে ইন্সটল করলে c:/system/apps/OperaMobile/fronts/
পেষ্ট করে overwrite মানে replace করে দিন।
এখন বাংলা দেখুন।
সবাই ভাল থাকবেন।
শনিবার, ২২ মার্চ, ২০১৪
এনড্রয়েড অপারেটিং ফোন ব্যবহার করেন ? এনড্রয়েড কি জেনে নিন
সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আমার আজকের পোস্ট । বর্তমান বিশ্বে সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম হল এনড্রয়েড । আজ এই পোস্ট এ আলোচনা করবো এনড্রয়েড এর খুঁটিনাটি বিষয় নিয়ে ।
এনড্রয়েড কি ?
এনড্রয়েড হলো লিনাক্স ভিত্তিক মোবাইল বা ট্যাবলেট পিসির জন্য অপারেটিং সিস্টেম । যা সি (কোর), সি++, ও জাভা(ইউআই) প্রোগ্রামিং ভাষা দিয়ে তৈরী । আপনি যদি কম্পিউটার ব্যবহার করেন তাহলে আপনার অপারেটিং সিস্টেমের প্রয়োজন হবে যেমনঃ উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮, উইন্ডোজ ৯, লিনাক্স বা ম্যাক । এনড্রয়েড হল তেমন একটি অপারেটিং সিস্টেম যা
সোমবার, ৩ মার্চ, ২০১৪
দেখতে চান ? কেউ আপনার মোবাইলের লক খোলার চেষ্টা করেছে কিনা
আসসালামু
আলাইকুম
কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভাল আছি।
ধরুন আপনার মোবাইল টা কারো কাছে রেখে গেলেন অথবা বাসায় রেখে গেলেন। আপনার
অনুপস্থিতিতে কেউ ধরুন আপনার মোবাইল টি আনলক করার চেষ্টা করেছে যদিও তাকে
আপনি এজন্য অনুমতি দেননি। এখন কিভাবে বুঝবেন সেই লোকটা কে?
খুব সহজে! শুধুমাত্র Hidden Eye অ্যাপ টির মাধ্যমে! এই অ্যাপ টি আপনার
মোবাইল এ ভুল পাসওয়ার্ড দেয়া সকল ব্যাক্তির ছবি তুলে রাখবে। পরে ছবি দেখে
খুব সহজে আপনি তাকে চিনতে পারবেন।
যেভাবে ইন্সটল করবেন-
১। প্রথমে গুগল প্লে থেকে অ্যাপ টি ডাউনলোড করে নিন - Download
Direct APK Download- Downloadযেভাবে ইন্সটল করবেন-
১। প্রথমে গুগল প্লে থেকে অ্যাপ টি ডাউনলোড করে নিন - Download
২। ইন্সটল করার পর অ্যাপ টি ওপেন করুন। এরকম একটা স্ক্রীন দেখবেন-
৪। Activate device administrator একটিভেট করুন।
ব্যাস হয়ে গেল!
আপনি এটা আর ডিঅ্যাকটিভ করবেন না। এখন মোবাইল টা লক করুন এবং নিজেই ভুল
পাসওয়ার্ড দিয়ে টেস্ট করুন। একবার ভুল পাসওয়ার্ড দেয়ার পর এবার সঠিক
পাসওয়ার্ড দিন। দেখবেন খোলার সাথে সাথে আপনাকে জানিয়ে দিচ্ছে কে ভুল
পাসওয়ার্ড দিয়েছিল এমনকি তার ছবিও দেখিয়ে দিবে।
সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৪
ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনার এন্ড্রয়েড ফোনে বাংলা লিখুন এবং শেয়ার করুন
আসসালামু
আলাইকুম
কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভাল আছি।
* ইন্টারনেট কানেকশান ছাড়াই আপনার এন্ড্রয়েড মোবাইল এ বাংলা লিখুন।
* কোন বিজ্ঞাপন এর ঝামেলা নেই।
* কোন বিজ্ঞাপন এর ঝামেলা নেই।
Download Link (Google Play)
Download Link (Direct Link)
* অভ্র ফনেটিক স্টাইল এ বাংলা লিখার সুবিধা।
* কোন বাংলা কীবোর্ড এর দরকার নেই।
* আপনার মোবাইল এর ইংলিশ কীবোর্ড ব্যাবহার করেই বাংলা লিখতে পারবেন।
* এর মাধ্যমে যুক্তাক্ষর লেখা খুবই সহজ।
* মাত্র এক ক্লিক এর মাধ্যমে টেক্সট কপি করার সুবিধা।
* এক ক্লিক এর মাধ্যমেই আপনার লেখা টেক্সট শেয়ার করুন (Facebook, Gmail, Google+, Message, Email, Facebook Messenger এবং আরও অনেক)
* লেখার সময় খুব সহজেই লেখার মাধ্যম (বাংলা / English) পরিবর্তন করার সুবিধা।
* কোন বাংলা কীবোর্ড এর দরকার নেই।
* আপনার মোবাইল এর ইংলিশ কীবোর্ড ব্যাবহার করেই বাংলা লিখতে পারবেন।
* এর মাধ্যমে যুক্তাক্ষর লেখা খুবই সহজ।
* মাত্র এক ক্লিক এর মাধ্যমে টেক্সট কপি করার সুবিধা।
* এক ক্লিক এর মাধ্যমেই আপনার লেখা টেক্সট শেয়ার করুন (Facebook, Gmail, Google+, Message, Email, Facebook Messenger এবং আরও অনেক)
* লেখার সময় খুব সহজেই লেখার মাধ্যম (বাংলা / English) পরিবর্তন করার সুবিধা।
Download Link (Google Play)
Download Link (Direct Link)
উদাহরণঃ
ইংলিশে "ami" লিখলে তা অটোমেটিক হয়ে যাবে "আমি"
টাইপ করুন "kanna", হয়ে যাবে "কান্না"
ইংলিশে "ami" লিখলে তা অটোমেটিক হয়ে যাবে "আমি"
টাইপ করুন "kanna", হয়ে যাবে "কান্না"
লেখার নিয়মকানুন জানার জন্য আপনার মোবাইলের "MENU" বাটন চাপুন, এরপর "How to Write" অপশনে ক্লিক করুন।
Note: বাংলা লিখতে কোন সমস্যা হলে আপনার কীবোর্ডের সেটিংস্ এ গিয়ে Auto Suggestion / Auto Correction অফ করে দিন।
আপনার এন্ড্রয়েড ফোনের ব্যাটারী লাইফ দীর্ঘ স্থায়ী করার কিছু টিপস
আসসালামু
আলাইকুম
কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভাল আছি।
স্মার্টফোনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যাটারি। আপনার
স্মার্টফোন টি অ্যান্ড্রয়েড, উইন্ডোজ অথবা আইফোন যাই হোক না কেন সব
ক্ষেত্রেই ব্যাটারি লাইফ এর গুরুত্ব সমান। সাধারণত হাই ইন্ড ডিভাইস গুলোতে
একদিনের বেশি চার্জ থাকে না। তো চলুন আমরা দেখি কিভাবে আপনি আপনার ডিভাইসের
ব্যাটারি লাইফ বাড়াতে পারেন…
১) আপনার ডিভাইসে যদি OLED, AMOLED
অথবা Super AMOLED ডিসপ্লে থাকে সেক্ষেত্রে ব্রাইট ওয়ালপেপার এবং থিম
কমপক্ষে আপনার ডিভাইসের ২০% চার্জ খুব দ্রুত শেষ করে দিবে। তাই ডিভাইস
হোমস্ক্রীনে একটু ডার্ক ব্যাক গ্রাউন্ড ব্যবহার করাই ভাল। এতে ব্যাটারি সেভ
হবে।
২) Amoled ডিসপ্লে সমৃদ্ধ ডিভাইস গুলোতে ডার্ক হোম স্ক্রীনের
পাশাপাশি আপনি অ্যাপ ড্রয়ারে ডার্ক ওয়ালপেপার এবং বিভিন্ন লঞ্চার এর
ক্ষেত্রে একটু ডার্ক থিম গুলো ব্যবহার করে দেখুন, অবশ্যই আপনার ব্যাটারি
সেভ হবে।
৩) এবার আসি অটো ব্রাইটনেস এর কথায়। অনেকের মাঝে ভুল ধারণা
রয়েছে যে অটো ব্রাইটনেস ব্যবহার করলে চার্জ বেশি থাকে। কিন্তু এই ধারণা
সম্পূর্ণ ভুল। কারণ আপনি যখন আপনার ডিভাইসে অটো বাইটনেস দিয়ে রাখেন তখন
প্রয়োজনের তুলানআয় ডিসপ্লে অনেক ব্রাইট থাকে যার কারণে অধিক চার্জ খরচ হয়।
এক্ষেত্রে অটো ব্রাইটনেস এর পরিবর্তে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী লো
ব্রাইটনেস সেট করে নিন।
৪) অ্যান্ড্রয়েড ডিভাইসের আরেকটি ফিচার যা আপনার ব্যাটারির চার্জ
কমিয়ে দেয় তা হল ভাইব্রেসন। যখন কল আসে এবং হাপটিক ফিডব্যাক এর কারণে ফোন
ভাইব্রেট করে । এছাড়া অনেকেই কী বোর্ডে ভাইব্রেসন অন করে রাখে, ফলে টাইপ
করার সময় বার বার ডিভাইস ভাইব্রেট হয়। আর এই ভাইব্রেসনের জন্য যে চার্জের
প্রয়োজন হয় তা আপনার ব্যাটারি থেকেই আসে। তাই ভাইব্রেসন অফ করে রাখলে
ব্যাটারির চার্জ অনেকটাই সেভ হবে। Settings > Sound এ যেয়ে vibrate
when ringing এবং Vibrate on touch অপশন দুইটি অফ করে দিন।
৫) আপনি
যদি আপনার ডিভাইস থেকে ভাল ব্যাটারি ব্যাকআপ আশা করেন তাহলে আপনাকে অবশ্যই
সবসময় অরিজিনাল ব্যাটারি ব্যবহার করতে হবে। যদি কোন কারণে আপনার অরিজিনাল
ব্যাটারি নষ্ট হয়ে যায় তবে নতুন ব্যাটারি কেনার ক্ষেত্রে অবশ্যই ভাল
ব্যাটারি বেছে নিতে হবে। টাকা একটু বেশি খরচ হলেও আপনার ডিভাইস ভাল থাকবে।
৬) ডিসপ্লে টাইমআউট অপশনের সাথে আমরা সবাই পরিচিত। ডিসপ্লে টাইমআউট কাজ
হল একবার আপনি আপনার ডিভাইস স্ক্রীন অন করার পর কত সময় পর এটি অফ হবে তা
নিয়ন্ত্রন করা। আমরা সবাই জানি সাধারণত অ্যান্ড্রয়েড ডিভাইস গুলোতে সবচেয়ে
বেশি চার্জ খরচ করে থাকে ডিসপ্লে। কারণ এক পরিসংখ্যানে দেখা যায় একজন ইউজার
দিনে প্রায় ১৫০ এর অধিকবার স্ক্রীন অন করে থাকেন। তাই যত বেশি সময় আপনার
ডিভাইস স্ক্রীন অন থাকবে তত চার্জ যাবে। তো এক্ষেত্রে আপনি ডিসপ্লে টাইমআউট
কমিয়ে রাখলে যথেষ্ট পরিমাণে ব্যাটারি সেভ হবে। সাধারণত ডিসপ্লে টাইমআউট ১৫
সেকেন্ড সেট করাই ভাল।
৭) অনেক ডিভাইসে ”sleep times” এবং স্যামসাঙ
ডিভাইস গুলোতে ”blocking mode” নামে একটি অপশন রয়েছে। এই অপশন গুলোর
মাধ্যমে আপনি নির্দিষ্ট সময়ের জন্য আপনার ডিভাইসের ডাটা কানেকশন, ওয়াইফাই,
ফোন ভাইব্রেশন ইত্যাদি অফফ করে রাখতে পারবেন। তাই ব্যাটারি সেভ করার জন্য
আপনি এই অপশনটি কাজে লাগাতে পারেন।
৮) স্যামসাঙ ডিভাইস গুলোতে কিছু স্মার্ট ফিচার যেমন air gestures, smart
scrolling ইত্যাদি দেয়া থাকে। এই ফিচার ব্যাপক হারে আপনার ডিভাইসের চার্জ
খরচ করে। তাই যখন এই ফিচার গুলো আপনার প্রয়োজন হয় না, তখন স্মার্ট ফিচার
গুলো অফ করে রাখাই ভাল।
৯) অ্যান্ড্রয়েড ডিভাইসে ফাইল আদান প্রদান
করার জন্য আমরা সাধারণত Bluetooth, NFC এবং ইন্টারনেটের জন্য আমরা ডাটা
কানেকশন এবং ওয়াইফাই ব্যবহার করে থাকি। কিন্তু প্রয়োজন শেষে GPS,
Bluetooth, NFC, Wi-Fi অবশ্যই টার্ন অফ করে দিন। এছাড়া প্রয়োজন শেষে লোকেশন
ডাটাও অফ করে রাখুন।
১০) লকস্ক্রীনে ডিভাইসে দেয়া ডিফল্ট উইজেট গুলো ব্যবহার করাই ভাল। কারণ
এতে উইজেট এর জন্য কোন আলাদা অ্যাপ ব্যবহার করার প্রয়োজন পড়বে না, যা
প্রতিনিয়ত আপনার ডাটা কানেকশন ব্যবহার করে রিফ্রেশ হবে এবং চার্জ খরচ করবে।
১১)
অনেক সময় আমরা হোমস্ক্রীনে কাস্টমাইজেশন করার জন্য এবং অন্যান্য প্রয়জনে
বিভিন্ন উইজেট ব্যবহার করে থাকি। ব্যাটারি সেভ করার জন্য অপ্রয়োজনীয় উইজেট
গুলো হোমস্ক্রীন থেকে রিমুভ করে দিতে পারেন।
১২) আমরা অনেক সময়
ডিভাইস ইন্সটল করা অ্যাপ গুলো আপডেট করার তেমন প্রয়োজনীয়তা অনুভব করি না।
কারণ অনেকেই মনে করেন অ্যাপ আপডেট করা মানেই অপ্রয়োজনীয় ডাটা খরচ। ভাবাটাই
স্বাভাবিক, কারণ আমদের দেশে ইন্টারনেট ডাটা প্ল্যান গুলোতে ডাটার পরিমানের
সাথে দামের কোন মিল নেই। যাই হোক ডাটা খরচ হলেও আপনার ডিভাইসের অ্যাপ গুলো
আপডেট দিন। কারণ ডেভেলপাররা অ্যাপ গুলো যাতে কোন সমস্যা ছাড়াই আপনার
ডিভাইসে চলে এবং কম চার্জ খরচ করে সে জন্যই আপডেট করে থাকেন।
১৩)
বর্তমানে বাজারে থাকা অধিকাংশ ডিভাইসে power saving mode অথবা অন্যান্য
ব্যাটারি ম্যানেজমেন্ট অপশন দেয়া থাকে। বিশেষ করে আমাদের দেশের সিম্ফনি এবং
ওয়াল্টন ইউজাররা একটু লক্ষ্য করলেই আপনার ডিভাইসে অপশন গুলো খুজে পাবেন।
ব্যাটারি সেভ করার ক্ষেত্রে এই অপশন গুলো আপনাকে অনেকটাই সাহায্য করতে
পারে।
১৪) বিভিন্ন কাস্টম রমে সিপিইউ ওভার ক্লক বা আন্ডার ক্লক করার
অপশন থাকে। সিপিইউ আন্ডার ক্লক করে আপনি আপনার ডিভাইসের ব্যাটারি খরচ কমাতে
পারেন।
১৫) আপনার ডিভাইসে যদি auto-sync অন করা থাকে তাহলে তা অফ
করে দিন। কারণ auto-sync অন থাকলে প্রতি ১৫ মিনিট পর আপনার ডিভাইসের গুগল
অ্যাকাউন্ট রিফ্রেশ হয়। তাই ডিভাইসের Settings>Google account এ যেয়ে
auto-sync অফ করে দিন।
১৬) সর্বশেষ টিপস হল আপনার ডিভাইসে থাকা গুগল
প্লে স্টোর এর অটো আপডেট বন্ধ কর দিন। প্রয়োজন অনুযায়ী অ্যাপ গুলো
ম্যানুয়ালি আপডেট করে নিন।
ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউন পড়ার জন্য।
উপকৃত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।
আসা করি পারবেন, না বুজলে কমেন্ট করবেন।
আসা করি পারবেন, না বুজলে কমেন্ট করবেন।
শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৪
অ্যান্ড্রয়েড ফোন খুজে পাওয়ার জন্য গুগল তাদের ওয়েব সাইট এ নতুন এক সেবা চালু করেছে
আসসালামু
আলাইকুম
কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভাল আছি।
বর্তমানে
প্রায় সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন । ফোন চালিয়ে যাদের অভ্যাশ তাদের
এক মুহুত ফোন ছাড়া ভাল লাগে না । না লাগার ই কথা । আপনি কি মনে করেন
আমার সাথে অবশ্যই একমত হবেন । ধরুন আপনার প্রিয় ফোন টি হারিয়ে গেল কেমন
লাগবে আপনার অবশ্যই ভাল লাগার কথা না আর সেই অনুভুতি বলে বুজানো যাবে না
যাই
আমরা কাজের কথায় আসি । হারানো অ্যান্ড্রয়েড ফোন খুজে পাওয়ার জন্য গুগল
তাদের ওয়েব সাইট এ নতুন এক সেবা চালু করেছে । আমি আজ এই বেপারে আপনাদের
সাথে আলোচনা করব ।
আপনার
ফোন হারিয়ে বা চুরি হওয়ার পর যদি সেই ফোন হতে ইন্টারনেট ব্যবহার করে তাহলে
আপনি গুগল এর ওয়েব সাইট ব্যবহার করে গুগল ম্যাপ এর মাধ্যমে তা বের করতে
পারবেন বা আপনি চাইলে আপনার ফোন তথ্য সমূহ মুছে দিতে পারবেন ।
এ
জন্য আপনার ফোন গুগল অ্যাপ অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার ইন্সটল থাকতে
হবে । অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার এর ডাউনলোড লিঙ্ক পোস্ট এর শেষ এ
দেওয়া থাকবে নামিয়ে ইন্সটল করবেন
তারপর
ফোন এর সেটিং অপশন এ গিয়ে সেকিউরিটি তে গিয়ে ডিভাইস অ্যাডমিনিস্টেট্রর এ
তা সিলেক্ট করে দিবেন । না বুজলে নিচের চিত্র অনুসরণ করুন
তার
পর গুগল এর প্লে ষ্টোরে (play.google.com) গিয়ে আপনার ফোন যে জিমেইল
অ্যাকাউন্ট লগিন করা তা ওয়েব সাইট এ লগিন করুন সেটিং গিয়ে অ্যান্ড্রয়েড
ডিভাইস ম্যানেজার এ যান দেখুন আপনার ফোনের লোকেশন দেখাবে । না বুজলে নিচের
চিত্র অনুসরণ করুন
আপনি যদি রিং চালু এবং ফোন লক বা তথ্য মুছে দিতে চান তাহলে নিচের চিত্র অনুসরণ করুন
ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউন পড়ার জন্য।
উপকৃত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।
আসা করি পারবেন, না বুজলে কমেন্ট করবেন।
আসা করি পারবেন, না বুজলে কমেন্ট করবেন।
বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪
দ্রুত ফাইল আদান – প্রদান করুন আপনাদের স্মার্টফোনে
আাসসলামু আলাইকুম, আশা করছি সবাই ভাল আছেন।
অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন ও অন্যান্য যন্ত্রে ছবি, চলচ্চিত্র, গানের
ভিডিও এবং উচ্চ রেজুলেশনের গেম খেলার মজাই আলাদা। অনেক সময় এসব ফাইল আদান-প্রদানের
প্রয়োজন হতে পারে। কিন্তু এসব ফাইল তারহীন ব্লুটুথের মাধ্যমে পাঠানো অনেক
সময়সাপেক্ষ ব্যপার। তারহীন ওয়াই - ফাই নেটওয়ার্কে এখব ফাইল খুব সহজে
এবং সর্বেোচ্চ গতিতে আদান-প্রদান করা যায় ।
এ কাজের জন্য প্রথমে
স্মার্টফোনে ES file explorer apps টি গুগল প্লে-স্টোর থেকে নামিয়ে নিন।
এরপর ES file explorer খুলুন। এবার file explorer এর ওপরের বাম দিক থেকে
First access এ ক্লিক করুন। তারপর Tools থেকে নেট ম্যনেজার এ ক্লিক করুন।
এরপর create a hotspot network এ ক্লিক করুন। ক্লিক করার পর আপনার portable
hots pot চালু হবে এবং একটি আইডি (ES_XXXX) এবং একটি পাসওয়ার্ড দেখাবে।
এবার যে ফোনের সঙ্গে ফাইল আদান - প্রদান করবেন সেই ফোন থেকে ES file
explorer apps টি খুলুন। তারপর আগের মত Net Manager থেকে Join এ Network
নির্বাচন করুন। এবার নেটওয়ার্ক তালিকায় পূর্বের ফোনের যে আইডি দেখা যাবে
তাতে ক্লিক করুন। পাসওয়ার্ড চাইলে পূর্বের ফোনের পাসওয়ার্ড দিয়ে কানেক্ট
করুন। কানেক্টেড হয়ে গেলে যে ফাইল পাঠাতে চান তা নির্বাচন করে ইএস file
explorer এর সেন্ড অপশনে ক্লিক করুন। স্ক্যানিং হওয়ার পর আপনি প্রথম
যন্ত্রটি খুঁজে পাবেন।
চাইলে ফোন গ্যালারি থেকে যেকোন মিডিয়া
ফাইল নির্বাচন করে send by Lan দিয়ে ফইল পাঠাতে পারবেন। এবার ফোন নির্বাচন
করে সেন্ড অপশনে ক্লিক করুন। এবার ফাইল রিসিভ request পাবেন, যে ফোল্ডারে
সেভ করতে চান তা দেখিয়ে দিয়ে OK দিন। এখন দেখুন কত দ্রুত আপনার ফাইলটি
পৌছে যাচ্ছে।
সবাই ভাল থাকবেন।
মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৪
যে কোন স্মার্ট ফোনের জন্য কাজে লাগার মতো ৫ টি Apps
মার্টফোন মানেই বিভিন্ন স্মার্ট App! আর এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম এর App এর কথা বলে তো শেষই করা যাবেনা। তবে আজকে সকল App না! আজকে আমি
নির্দিষ্ট ৫টি App নিয়ে আলোচনা করবো যা সকল স্মার্টফোনের জন্যে
প্রয়োজনীয়। বেশিরভাগ ইউজারই এই Apps গুলো ব্যাবহার করে থাকেন। দেখে নিন
এই প্রয়োজনীয় Apps গুলো এক নজরে। ইনস্টল করে নিন যারা এখনও করেননি।
WhatsApp Messenger:
আপনি যোগাযোগ রাখতে একটি ম্যাসেঞ্জার Apps খুঁজছেন? আপনার বন্ধু-বান্ধব এবং পরিবারের সঙ্গে অতি সহজেই তা করতে পারেন WhatsApp Messenger দিয়ে। এছাড়া Facebook Messenger কিংবা Viber এর মত ম্যাসেঞ্জার অ্যাপস থাকলেও অনেকের কাছেই প্রিয় এই WhatsApp Messenger. সহজেই আদান প্রদান করতে পারবেন অডিও,ভিডিও ফাইল। এছাড়া ছবিতো আছেই।
Google Map:
গুগল
ম্যাপ এখন
বেশিরভাগ ডিভাইসেই
আগে থেকেই
ইনস্টল করা
থাকে। নিখুঁত
ম্যাপের জন্য
গুগল ম্যাপই
সেরা। ব্যাপক
এবং নিখুঁত
ভাবে ২০০
টি দেশের
ম্যাপ রয়েছে
এই ম্যাপে।
এতে রয়েছে
ওয়াকিং রুট,
বাস শিডিউল
এবং ভয়েস
গাইডেড নৌ
চলাচল সিস্টেম।
এছাড়া স্ট্রিট
ভিউ দিয়ে
জনপ্রিয় পর্যটন
কেন্দ্রে দিক
নির্দেশনা পাবেন আয়েশেই।
Skype:
স্কাইপিতে
রয়েছে অডিও
এবং ভিডিও
কলের সুবিধা।
ভিডিও কলের
জন্য এটি
অনেক জনপ্রিয়।
যাদের স্কাইপি
আইডি আছে
তারা একে
অপরের সাথে
অ্যাড হয়ে
করতে পারবে
ফ্রি অডিও
এবং ভিডিও
কল। এছাড়া
স্কাইপি ক্রেডিট
কিনে কল
করা যাবে
অন্য যেকোনো
নাম্বারেও।
AirDroid:
অ্যান্ড্রয়েড ডিভাইস পিসি দিয়ে ম্যানেজ করার জন্য AirDroid একটি দ্রুত এবং ফ্রি App। এটি কানেক্ট করতে কোন ক্যাবল লাগে না তাই অতি সহজেই মাউস, কিবোর্ড দিয়ে অ্যান্ড্রয়েড ডিভাইস নিয়ন্ত্রণ করা যায়। আপনি এর সাহায্যে সহজেই ডিভাইসে এসএমএস করতে পারবেন, ডাটা লোড করতে পারবেন, Apps ইনস্টল করতে পারবেন, ডাটা ডিলিট অথবা মুভ করতে পারবেন। এছাড়া আরো অনেক কিছুই পারবেন।
Dropbox:
Dropbox ক্লাউড স্টোরেজের জন্য দারুন একটি App. আপনার মোবাইল ডিভাইসে
প্রয়োজনীয় জায়গা না থাকলেও সব ফটো, ভিডিও,মিউজিক সহজেই ড্রপবক্সে স্টোর
করতে পারবেন। অটোম্যাটিক ক্যামেরা ব্যাকআপ এর জন্য আপনার স্মার্টফোনে তোলা
ছবি আর হারাবে না। কারন সেগুলো ক্লাউডে আপ্লোড হয়ে যায়। এছাড়া বিভিন্ন ফাইল
এবং ফোল্ডার আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন যদিও তাদের ড্রপবক্স না
থাকে।
রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৪
জেনে নিন Android ফোন এর কিছু গুরুত্বপূর্ণ টিপস্
আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই খুব ভাল আছে। আমিও ভাল আছি। আমরা অনেকেই Android ফোন ব্যবহার করি। তো তাদের জন্য আমার সংগৃহীত দশটি টিপস শেয়ার করলাম। আশা করি সবাই উপকৃত হবেন|
টিপসগুলো আমার লেখা নয় , সংগৃহীত। আমি শুধুমাত্র শেয়ার করছি।
প্রয়োজনীয় নাম্বার রাখুন উইজেটে
একটি হলেও প্রয়োজনীয় ব্যক্তির নাম্বার রাখুন উইজেটে। এতে আপনার প্রয়োজনের মূহূর্তে নাম্বারটি খুঁজতে অপশনে যেতে হবে না। হোমস্ক্রিন থেকেই সরাসরি ফোন করতে পারবেন আপনি। উইজেটে নাম্বার রাখার জন্য আপনার হোমস্ক্রিন থেকে চালু করুন উইজেট এবং ডিফল্ট থেকে শর্টকার্টে পরিণত করুন উইজেটটিকে। এরপর পার্সন সিলেক্ট করে যে নাম্বারটি রাখতে চান, তা সিলেক্ট করুন।
চালু রাখুন অটোমেটিক আপডেট
আপনার অ্যান্ড্রয়েড ফোনটির অ্যাপগুলোতে অটোমেটিক আপডেট চালু রাখুন। এতে করে আপনি অ্যাপগুলোর নিত্যনতুন সেবা সহজেই উপভোগ করতে পারবেন। অটোমেটিক আপডেট চালু করার জন্য ফোনে সেটিংস অপশনে ‘অটো আপডেট অ্যাপ’ নামে একটি বক্স পাবেন। এখান থেকে চালু করে দিন অটো আপডেট।
ব্যবহার করুন পছন্দের কিবোর্ড
অ্যান্ড্রয়েড ফোনগুলোতে নির্মাতারা কিবোর্ড দিয়ে দেন। কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার পছন্দ নাও হতে পারে সে কিবোর্ড। এক্ষেত্রে আপনি পছন্দের ও সুবিধাজনক ভার্চুয়াল কিবোর্ড ব্যবহার করতে পারবেন। অনলাইন থেকে কিনে নিন আপনার পছন্দসই কিবোর্ড। এ রকম বেশকিছু কিবোর্ড অ্যাপ রয়েছে। যেমন সুইফট কি, সোয়াইপ ইত্যাদি। কেনার আগে ফ্রি ট্রায়াল হিসেবেও ব্যবহার করতে পারবেন এ রকম কিবোর্ড।
সেট করে নিন ‘গুগল নাও’
‘গুগল নাও’ এমন একটি অ্যাপ, যা প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেবে। উদাহরণ হিসেবে বলা যায়, ধরা যাক আপনি একটি রেল স্টেশনে আছেন। যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনটিতে ‘গুগল নাও’ ইনস্টল করা থাকে, তাহলে এটি আপনাকে স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দিবে পরবর্তী ট্রেন আসার সময়। তবে এ জন্য ট্রেনের সময়সূচি অনলাইনে থাকতে হবে। এ ছাড়াও এটি আপনাকে বিভিন্ন ইভেন্টের ব্যাপারে মনে করিয়ে দেবে আগেই।
ব্রাউজার হিসেবে ব্যবহার করুন গুগল ক্রোম
সাধারণত প্রায় সব অ্যান্ড্রয়েড ফোনেই ডিফল্ট ব্রাউজার হিসেবে গুগল ক্রোম দেওয়া থাকে। তারপরেও যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনটিতে অন্য কোনো ডিফল্ট ব্রাউজার দেওয়া থাকে তবে তা পরিবর্তন করে নিন। গুগল প্লে থেকে ডাউনলোড করে নিতে পারবেন ব্রাউজারটি। গুগল ক্রোম ব্রাউজারটি সহজ এবং দ্রুতগতিসম্পন্ন। কম্পিউটারে গুগল ক্রোম ব্যবহার করলে সেখান থেকে আপনার বুকমার্ক পেইজগুলো ক্রোমের মোবাইল অ্যাপটিতে ¯^ য়ংক্রিয়ভাবে যোগ হয়ে যাবে।
এসএমএস পড়তে পারেন কম্পিউটারে
অ্যান্ড্রয়েড ফোনে বেশকিছু থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহারকারীকে কম্পিউটারে টেক্সট মেসেজ বা এসএমএস পড়ার সুযোগ দেয়। এমনকি সরাসরি কম্পিউটার থেকে উত্তরও দেয়া যায় মেসেজগুলোর। এ রকম অ্যাপ ব্যবহার করে আপনি চাইলেও পড়তে পারেন ফোনে আসা মেসেজগুলো। এ রকম অ্যাপের ব্যাপারে টাইম ম্যাগাজিন ‘মাইটিটেক্সট’ অ্যাপটি ব্যবহারের পরামর্শ দিয়েছে। মাইটিটেক্সটের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন অ্যাপটি।
একটি হলেও প্রয়োজনীয় ব্যক্তির নাম্বার রাখুন উইজেটে। এতে আপনার প্রয়োজনের মূহূর্তে নাম্বারটি খুঁজতে অপশনে যেতে হবে না। হোমস্ক্রিন থেকেই সরাসরি ফোন করতে পারবেন আপনি। উইজেটে নাম্বার রাখার জন্য আপনার হোমস্ক্রিন থেকে চালু করুন উইজেট এবং ডিফল্ট থেকে শর্টকার্টে পরিণত করুন উইজেটটিকে। এরপর পার্সন সিলেক্ট করে যে নাম্বারটি রাখতে চান, তা সিলেক্ট করুন।
চালু রাখুন অটোমেটিক আপডেট
আপনার অ্যান্ড্রয়েড ফোনটির অ্যাপগুলোতে অটোমেটিক আপডেট চালু রাখুন। এতে করে আপনি অ্যাপগুলোর নিত্যনতুন সেবা সহজেই উপভোগ করতে পারবেন। অটোমেটিক আপডেট চালু করার জন্য ফোনে সেটিংস অপশনে ‘অটো আপডেট অ্যাপ’ নামে একটি বক্স পাবেন। এখান থেকে চালু করে দিন অটো আপডেট।
ব্যবহার করুন পছন্দের কিবোর্ড
অ্যান্ড্রয়েড ফোনগুলোতে নির্মাতারা কিবোর্ড দিয়ে দেন। কিন্তু অনেক ক্ষেত্রেই আপনার পছন্দ নাও হতে পারে সে কিবোর্ড। এক্ষেত্রে আপনি পছন্দের ও সুবিধাজনক ভার্চুয়াল কিবোর্ড ব্যবহার করতে পারবেন। অনলাইন থেকে কিনে নিন আপনার পছন্দসই কিবোর্ড। এ রকম বেশকিছু কিবোর্ড অ্যাপ রয়েছে। যেমন সুইফট কি, সোয়াইপ ইত্যাদি। কেনার আগে ফ্রি ট্রায়াল হিসেবেও ব্যবহার করতে পারবেন এ রকম কিবোর্ড।
সেট করে নিন ‘গুগল নাও’
‘গুগল নাও’ এমন একটি অ্যাপ, যা প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দেবে। উদাহরণ হিসেবে বলা যায়, ধরা যাক আপনি একটি রেল স্টেশনে আছেন। যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনটিতে ‘গুগল নাও’ ইনস্টল করা থাকে, তাহলে এটি আপনাকে স্বয়ংক্রিয়ভাবে জানিয়ে দিবে পরবর্তী ট্রেন আসার সময়। তবে এ জন্য ট্রেনের সময়সূচি অনলাইনে থাকতে হবে। এ ছাড়াও এটি আপনাকে বিভিন্ন ইভেন্টের ব্যাপারে মনে করিয়ে দেবে আগেই।
ব্রাউজার হিসেবে ব্যবহার করুন গুগল ক্রোম
সাধারণত প্রায় সব অ্যান্ড্রয়েড ফোনেই ডিফল্ট ব্রাউজার হিসেবে গুগল ক্রোম দেওয়া থাকে। তারপরেও যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনটিতে অন্য কোনো ডিফল্ট ব্রাউজার দেওয়া থাকে তবে তা পরিবর্তন করে নিন। গুগল প্লে থেকে ডাউনলোড করে নিতে পারবেন ব্রাউজারটি। গুগল ক্রোম ব্রাউজারটি সহজ এবং দ্রুতগতিসম্পন্ন। কম্পিউটারে গুগল ক্রোম ব্যবহার করলে সেখান থেকে আপনার বুকমার্ক পেইজগুলো ক্রোমের মোবাইল অ্যাপটিতে ¯^ য়ংক্রিয়ভাবে যোগ হয়ে যাবে।
এসএমএস পড়তে পারেন কম্পিউটারে
অ্যান্ড্রয়েড ফোনে বেশকিছু থার্ড পার্টি সফটওয়্যার ব্যবহারকারীকে কম্পিউটারে টেক্সট মেসেজ বা এসএমএস পড়ার সুযোগ দেয়। এমনকি সরাসরি কম্পিউটার থেকে উত্তরও দেয়া যায় মেসেজগুলোর। এ রকম অ্যাপ ব্যবহার করে আপনি চাইলেও পড়তে পারেন ফোনে আসা মেসেজগুলো। এ রকম অ্যাপের ব্যাপারে টাইম ম্যাগাজিন ‘মাইটিটেক্সট’ অ্যাপটি ব্যবহারের পরামর্শ দিয়েছে। মাইটিটেক্সটের ওয়েবসাইট থেকে সংগ্রহ করতে পারবেন অ্যাপটি।
রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৪
আপনার অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনের অতিরিক্ত নেট কাটা এখনই বন্ধ করে নিন
আপনার অ্যান্ড্রয়েড স্মার্ট ফোনে কি অতিরিক্ত নেট কাটে ?
নেট প্যাকেজ কিনতে না কিনতেই শেষ হয়ে যায় ?
তবে এই টিউনটি আপনার জন্যই ।
অ্যান্ড্রয়েড এমন একটি অপারেটিং সিস্টেম যা কিনা ব্যাকগ্রাউন্ডে আপনার সকল অ্যাপস কেই নিয়ন্ত্রণ করে । যার ফলে আমরা যদি ডাটা কানেকশন চালু রাখি তাহলে ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপস এই নেট গুলা খরচ করতে থাকে যার ফলে অনেক তাড়াতাড়ি আমাদের মেগাবাইট খরচ হয়ে যায় ।
এই সমস্যার সমাধানের জন্য আমি আপনাদের আজকে একটি অ্যাপস দিব যেটা দিয়ে আপনি এই অতিরিক্ত নেট খরচ বন্ধ করতে পারবেন । এই অ্যাপস টি ইন্সটল করে ওপেন করেন এরপর মেনু থেকে Firewall enable করে দেন এরপর আপনি যেই অ্যাপস গুলা কে নেট ইউজ করতে দিবেন শুধু সেই গুলাকে টিক দিয়ে রাখেন । ব্যাস আপনার কাজ শেষ ।
আপনার সেটটি অবশ্যই রুট করা থাকতে হবে ।
ডাউনলোড করুনএখান থেকে ।
তবে এই টিউনটি আপনার জন্যই ।
অ্যান্ড্রয়েড এমন একটি অপারেটিং সিস্টেম যা কিনা ব্যাকগ্রাউন্ডে আপনার সকল অ্যাপস কেই নিয়ন্ত্রণ করে । যার ফলে আমরা যদি ডাটা কানেকশন চালু রাখি তাহলে ব্যাকগ্রাউন্ডে অনেক অ্যাপস এই নেট গুলা খরচ করতে থাকে যার ফলে অনেক তাড়াতাড়ি আমাদের মেগাবাইট খরচ হয়ে যায় ।
এই সমস্যার সমাধানের জন্য আমি আপনাদের আজকে একটি অ্যাপস দিব যেটা দিয়ে আপনি এই অতিরিক্ত নেট খরচ বন্ধ করতে পারবেন । এই অ্যাপস টি ইন্সটল করে ওপেন করেন এরপর মেনু থেকে Firewall enable করে দেন এরপর আপনি যেই অ্যাপস গুলা কে নেট ইউজ করতে দিবেন শুধু সেই গুলাকে টিক দিয়ে রাখেন । ব্যাস আপনার কাজ শেষ ।
আপনার সেটটি অবশ্যই রুট করা থাকতে হবে ।
ডাউনলোড করুনএখান থেকে ।