শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৪

অ্যান্ড্রয়েড ফোন খুজে পাওয়ার জন্য গুগল তাদের ওয়েব সাইট এ নতুন এক সেবা চালু করেছে

আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভাল আছি

বর্তমানে প্রায়  সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন । ফোন চালিয়ে যাদের অভ্যাশ তাদের এক মুহুত ফোন ছাড়া ভাল লাগে না ।  না লাগার ই কথা ।  আপনি কি  মনে করেন আমার  সাথে অবশ্যই একমত হবেন । ধরুন আপনার প্রিয় ফোন টি হারিয়ে গেল কেমন লাগবে আপনার অবশ্যই ভাল লাগার কথা না আর সেই অনুভুতি বলে বুজানো  যাবে না
যাই আমরা কাজের কথায় আসি । হারানো অ্যান্ড্রয়েড ফোন খুজে পাওয়ার জন্য গুগল তাদের ওয়েব সাইট এ নতুন এক সেবা চালু  করেছে । আমি আজ এই বেপারে আপনাদের সাথে আলোচনা করব ।

আপনার ফোন হারিয়ে বা চুরি হওয়ার পর যদি সেই ফোন হতে ইন্টারনেট ব্যবহার করে তাহলে আপনি গুগল এর ওয়েব সাইট ব্যবহার করে গুগল ম্যাপ এর মাধ্যমে তা বের করতে পারবেন বা আপনি চাইলে আপনার ফোন তথ্য সমূহ মুছে দিতে পারবেন ।

এ জন্য আপনার ফোন গুগল অ্যাপ অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার ইন্সটল থাকতে হবে । অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার এর ডাউনলোড লিঙ্ক পোস্ট এর শেষ এ দেওয়া থাকবে নামিয়ে ইন্সটল করবেন
তারপর ফোন এর সেটিং অপশন এ গিয়ে সেকিউরিটি তে গিয়ে ডিভাইস অ্যাডমিনিস্টেট্রর এ তা সিলেক্ট করে দিবেন । না বুজলে নিচের চিত্র অনুসরণ করুন 



তার পর গুগল এর প্লে ষ্টোরে (play.google.com)  গিয়ে আপনার ফোন যে জিমেইল অ্যাকাউন্ট লগিন করা তা ওয়েব সাইট এ লগিন করুন সেটিং গিয়ে অ্যান্ড্রয়েড ডিভাইস ম্যানেজার এ যান দেখুন আপনার ফোনের লোকেশন দেখাবে । না বুজলে নিচের চিত্র অনুসরণ করুন 

  
আপনি যদি রিং চালু এবং ফোন লক বা তথ্য মুছে দিতে চান তাহলে নিচের চিত্র অনুসরণ করুন






Image
Image
ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউন পড়ার জন্য।

উপকৃত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।
আসা করি পারবেন, না বুজলে কমেন্ট করবেন।
Flying Twitter Bird Widget By blogermohsin.blogspot.com