কম বাজেটে সেরা অ্যান্ড্রয়েড ফোন
(যারা কম বাজেটে অ্যান্ড্রয়েড ফোন কিনতে চাচ্ছেন টিউনটি তাদের জন্য)
ফোনের মডেলঃ Symphony W16
ফোনের ফিচারঃ
- Operating System: Android 4.2.2 Jelly bean
- 3.5" TFT Capacitive Full Touch
- HVGA Display
- Camera: 1.3 MP + 0.3 MP
- 1 GHz Processor (Dual Core)
- RAM 512 MB & ROM 4 GB
- 3G,GPRS,EDGE, Wi-Fi, GPS,G Sensor
- Facebook, YouTube, Android Market(Play Store), Gmail, Skype, Office suite, Dictionary
ফোনের বিশেষ কিছু সুবিধাঃ
- এই ফোনের ব্যাটারি ব্যাকআপ মোটামুটি ভাল। ব্রাইটনেস কমিয়ে দিলে একদিনের বেশি চার্জ থাকে।
- ৫১২ এম বি র্যাম এই বাজেটে খুজে পাওয়া অনেক কঠিন।
- থ্রি জি, ওয়াই-ফাই, জি পি এস সাপোর্ট করে। ( যদিও শহরের বাইরে জি পি এস নেটওয়ার্ক অনেক দুর্বল )
- ফ্রুট নিঞ্জা, টেম্পল রান, ইউনিকন ড্যাশ ইত্যাদি গেম কোন প্রকার ল্যাগ ছাড়াই চলে।
- যেহেতু ৫১২ এম বি র্যাম এবং ৪ জি বি রম সেহেতু ৫০-৬০ টা এ্যপ্স কোন প্রব্লেম ছাড়াই চলে।
- এইচ ডি ভিডিও কোন প্রকার ল্যাগ ছাড়াই চলে।
ফোনের বিশেষ কিছু অসুবিধাঃ
- গান শুনে খুব একটা মজা পাওয়া যাবে না
- এয়ারফোন খুব নিম্নমানের
- ক্যামেরা কয়ালিটি খুব খারাপ
- ব্যাকপার্টে ফ্ল্যাশ দেখা গেলেও আসলে ফ্ল্যাশ নেই
ফোনের দামঃ মাত্র ৪৫৯০ টাকা
যাদের বাজেট ৪-৫ হাজারের মধ্যে তারা অনায়াসে ফোনটি কিনতে পারেন।