বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে ছাড়া হলো ফায়ারফক্স স্মার্টফোন।

পুরোপুরি বাংলায় এ ফোন ব্যবহার করা যাবে।
মজিলা ফাউন্ডেশনের তৈরি ফায়ারফক্স অপারেটিং সিস্টেমে (ওএস) চলা এ স্মার্টফোন গ্রামীণফোন ও সিম্ফনির সহযোগিতায় বাজারে এসেছে। সিম্ফনির নতুন ‘গো ফক্স এফ১৫’ মডেলের এই স্মার্টফোন চলবে ফায়ারফক্স ওএসে।

গতকাল মঙ্গলবার ঢাকার একটি হোটেলে স্মার্টফোন ও ফায়ারফক্স ওএস বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ বলেন, ‘বাংলাদেশে এখনো প্রায় ৮০ শতাংশ মানুষই জানে না ইন্টারনেট দিয়ে কী করা যায়। তাই আমরা সবার জন্য ইন্টারনেট নিশ্চিত করতে এবং স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে যৌথভাবে নতুন ওএস চালিত স্মার্টফোন বাজারে এনেছি।’


অনুষ্ঠানে গ্রামীণফোনের মূল প্রতিষ্ঠান টেলিনরের ডিজিটাল শাখার প্রধান ও টেলিনর গ্রুপের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট রলভ-এরিক স্পিলিং বলেন, ‘সবার জন্য ইন্টারনেট’ উদ্যোগের আওতায় কম দামে ইন্টারনেট ব্যবহারের সুবিধা বাড়ানোর ব্যাপারে কাজ করছে টেলিনর ডিজিটাল। অনুষ্ঠানে ফায়ারফক্স ওএসের বিভিন্ন বিষয় তুলে ধরেন মজিলার প্রধান কারিগরি কর্মকর্তা আন্দ্রেয়াস গাল। নতুন এ স্মার্টফোনের বিভিন্ন বিষয় তুলে ধরেন সিম্ফনির প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুর রশিদ।

ফায়ারফক্স ফোনে রয়েছে এক গিগাহার্টজ সিঙ্গেল কোর প্রসেসর, ফায়ারফক্স ওএস ১.৪, ৩.৫ ইঞ্চি পর্দা, ৫১২ মেগাবাইট রম এবং র্যাম, ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা। এ ফোনটিতে রয়েছে দুটি বাংলা কি-বোর্ড। এর অ্যাপ স্টোর বিভিন্ন ধরনের অ্যাপ পাওয়া যাবে। স্মার্টফোনটির দাম চার হাজার ৬৫০ টাকা। ২৮ সেপ্টেম্বর থেকে গ্রাহকেরা এই ফোন কিনতে পারবেন।


তবে আজ থেকে গ্রামীণফোনের ওয়েবসাইটে এই লিংক এ আগ্রহী ক্রেতারা আগাম চাহিদা (বুকিং) জানাতে পারবেন।
Flying Twitter Bird Widget By blogermohsin.blogspot.com