বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪

ফেসবুকে চ্যাট করুন রঙিন বর্ণ দিয়ে

অনেক সময় দেখেছি অনেকে ফেসবুকে চ্যাট করে কালাফুল টেক্সট দিয়ে। আজ আমরা শিখবো কিভাবে কালারফুল টেক্সট দিয়ে ফেসবুকে চ্যাট করা যায়। ফেসবুক চ্যাট করার সময় আমরা বিভিন্ন এক্সপ্রেসনের আইকন সেন্ট করার জন্য সিম্বলগুলি লিখে থাকি। কিন্তু লিখার পর চ্যাটে লাভ আইকন দেখায়, ঠিক এই জিনিসটাও একই ভাবে কাজ করে। এমন কিছু কোড আছে যেগুলি লিখলে বিভিন্ন কালারের অক্ষর দেখায়। যেমন 468938769812703 কোডটি A লেখার জন্য। এমনি ভাবে বিভিন্ন কালার ও বিভিন্ন স্টাইলের ফন্টের কোড আছে। সহজে কোডগুলি পাবার জন্য এই http://livepress24.com/chat/ লিংকটাতে যেয়ে যেকোন ম্যাসেজ লিখে চ্যাট কোডগুলি ফেসবুকের চ্যাট বক্সে পেস্ট করলেই কালারফুল ফন্ট দেখতে পাবেন। কিভাবে ফন্ট কনভার্ট করবেন, ইমেজের নম্বরগুলি ফলো করুন। দুই নম্বর বক্সে আপনার ম্যাসেজগুলি লিখুন, তিন নম্বর বক্সে ফন্টের প্রিভিউ দেখতে পাবেন এবং চার নম্বর বক্সের কোডগুলি আপনার ফেসবুক চ্যাট বক্সে পেস্ট করুন এবং এন্টার দিন। এক নম্বর বক্সে ক্লীক করে আপনি ফন্টের স্টাইল পরিবর্তন করতে পাবেন।


টিউনটি ভালো লাগলে জানাবেন।
Flying Twitter Bird Widget By blogermohsin.blogspot.com