আসসালামু
আলাইকুম
কেমন আছেন সবাই আশা করি ভাল আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভাল আছি।
আজ আমি আপনাদের সাথে খুব ছোট একটা টিপস্ শেয়ার করব। কিভাবে আপনার ল্যাপটপের সাউন্ড বাড়াবেন।
যারা
উইন্ডোজ 7 ব্যাবহার করেন তারা কোন সফটওয়্যার ছায়াই ল্যাপটপের সাউন্ড
200% বাড়িয়ে নিতে পারেন । তবে VLC পেয়ারে বাজালে নাও হতে পারে ।কারন VLC
তে এমনিতে 200% দেয়া থাকে । সাউন্ড বাড়াতে নিচের ধাপ গুলো অনুসরন করেন ।
1) প্রথমে আপনার ভলিয়ম বা স্পিকার আইকন এর উপর রাইট বাটন ক্লিক করুন ।
2) এবার Playback Devices- এর উপর ক্লিক করুন ।
3) এখন Speakers এর উপর ডাবল ক্লিক করুন ।
4) এর পর Enhancement ট্যাবের উপর ক্লিক করুন ।
5) এবার Loudness Equalization এর খালি বক্সে টিক চিহ্ন দিন ।
6) এবার Apply > OK দিয়ে বেরিয়ে আসুন ।
এখন থেকে আপনি ল্যাপটপের সাউন্ড উপভোগ করতে থাকুন ।
অসুবিধা হলে জানাবেন।
ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউন পড়ার জন্য।
উপকৃত হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।