রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৪

এবার নেইল পলিশে তথ্য সংরক্ষণ!

ল্যাপটপ, ট্যাবলেট বা স্মার্টফোনের তথ্য সুরক্ষায় ঝকমকে নেইল পলিশের ব্যবহার বিশেষ কার্যকর হতে পারে। নারীর এই প্রসাধনী দিয়ে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রের তথ্য আদান-প্রদানসংক্রান্ত অংশ রাঙিয়ে রাখতে হবে। এতে পরবর্তী সময়ে জানা যাবে, ওই যন্ত্র থেকে কোনো তথ্য চুরি গিয়েছে কি না। এ ক্ষেত্রে নেইল পলিশ ব্যবহার নিতান্তই একটি কৌশল হতে পারে, বিশেষ কোনো প্রযুক্তি নয়।
তথ্য পাচার বা ফাঁস হওয়ার বিষয়টি বর্তমান বিশ্বে বহুল আলোচিত। কারও অগোচরে তাঁর কম্পিউটার বা অন্যান্য বৈদ্যুতিক যন্ত্র থেকে প্রায়ই তথ্য চুরি যায়। সাধারণত যন্ত্রটি কোথাও জমা রাখতে গেলেই এ ধরনের বিপত্তি ঘটে। শুল্ক বিভাগের মতো অত্যধিক নিরাপদ কোনো দপ্তরে যন্ত্রপাতি জমা দিতে গিয়ে কেউ নিশ্চয়ই চাইবেন না যে তাঁর ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাক। তথ্যের অনাকাঙ্ক্ষিত চুরি রুখতে অনেকেই নিরাপত্তা আবরণ (স্টিকার) ব্যবহার করলেও তথ্য সুরক্ষার ব্যাপারে প্রায়ই অনিশ্চিত থাকেন। 
প্রযুক্তিবিদেরা বিষয়টি সমাধানের চেষ্টা করে যাচ্ছেন বহুদিন থেকেই। তাঁরা এবার নির্দিষ্ট যন্ত্রাংশের বিশেষ অংশে ঝকমকে নেইল পলিশ লাগিয়ে রাখার কৌশল বেছে নিয়েছেন। এতে যন্ত্রটি থেকে কেউ গোপনে তথ্য নিয়ে গেলে ধরা পড়ে যাবে। কারণ, ঝকমকে নেইল পলিশে প্রতিবার ভিন্ন নকশা ফুটে ওঠে। তাই কেউ নেইল পলিশ তুলে নিয়ে তথ্য চুরি করে আবার আবরণ দিতে চাইলে একই ধরনের নকশা আর তৈরি করতে পারবে না। এ কারণে তথ্য চুরির বিষয়টি কঠিন হয়ে পড়বে। 
প্রযুক্তিবিদেরা এখন একটি সাশ্রয়ী সফটওয়্যার তৈরির চেষ্টা করছেন যা ব্যবহার করে কোনো নির্দিষ্ট যন্ত্রের ছবি বিশ্লেষণ করেই বলে দেওয়া যাবে সেটির কোনো তথ্য চুরি হয়েছে কি না। ফলে নেইলপলিশের আবরণে হেরফের হলে সেটিও শনাক্ত করা যাবে ছবির পার্থক্য থেকেই। তথ্য ফাঁস ঠেকাতে এ ধরনের কৌশল কতটুকু সফল হয়, সেটিই এখন দেখার বিষয়। ইনডিপেনডেন্ট।

Flying Twitter Bird Widget By blogermohsin.blogspot.com