আজ আমরা দেখব কিভাবে কম্পিউটার ছাড়া পাওয়ার সাপ্লাই চেক করা যায়। হ্যাঁ আসলে কম্পিউটার ছাড়া পাওয়ার সাপ্লাই চেক করা সম্ভব। প্রথমে জেনে নেয়া যাক পাওয়ার সাপ্লাই আসলে কত রকমের ভোল্ট সাপ্লাই করে।
(১)
3.3 ভোল্ট
5 ভোল্ট
12 ভোল্ট
কালার কোড অনুসারে বলতে গেলে এরকঃ-
কমলা = 3.3 ভোল্ট
লাল = 5 ভোল্ট
হলুদ = 12 ভোল্ট
পিন নাম্বার পজেশন অনুসারে মোট সংখ্যা 24 টি
1 হইতে 12
13 হইতে 24 পিন থাকে
যাহোক এই 24 পিনের পাওয়ার সাপ্লাই এর মধ্যে পিন 15 এবং পিন 16 অত্যন্ত কাজের শুধু আজকের টিপসের জন্য ।
(2)
(3)5 ভোল্ট
12 ভোল্ট
কালার কোড অনুসারে বলতে গেলে এরকঃ-
কমলা = 3.3 ভোল্ট
লাল = 5 ভোল্ট
হলুদ = 12 ভোল্ট
পিন নাম্বার পজেশন অনুসারে মোট সংখ্যা 24 টি
1 হইতে 12
13 হইতে 24 পিন থাকে
যাহোক এই 24 পিনের পাওয়ার সাপ্লাই এর মধ্যে পিন 15 এবং পিন 16 অত্যন্ত কাজের শুধু আজকের টিপসের জন্য ।
(2)
কাজটি কিভাবে করবেন?
সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করে পাওয়ার সাপ্লাই টিকে সিপিইউ থেকে খুলে ফেলুন একেবারে বাইরে নিয়ে পিন 15 এবং পিন 16 একসাথে সংযোগ করুন অবশ্যই সাবধানতার সাথে চিত্র লক্ষ্য করে কাজটি করুন ।
আপনার পাওয়ার সাপ্লাইটির নিজস্ব কুলিং ফ্যান টি কাজ করছে। তাহলে এটি ভাল আছে।
আশা করি পোস্টটি পড়ে সফলভাবেই কাজটি করতে পারবেন এবং এখানে হার্ডওয়ারিং হিসাবে সম্যক একটি কাজের ধারনা পাবেন। পোস্টটি সম্পর্কে কোন অনুভূতি থাকলে কমেন্ট করতে পারেন। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন। পরবর্তী পোস্টের অপেক্ষাতে। -আল্লাহ্ হাফেজ-