কিন্তু প্রশ্ন থাকে কিনা এটা কীভাবে ডিজিটাল? আসুন দেখি-
আসলে বাসগুলোতে থাকছে খুব উন্নত প্রযুক্তির ওয়াই-ফাই সেবা। প্রতিটি বাসে দুইটা থেকে চারটা ওয়াই-ফাই রাউটার দেওয়া থাকবে। যে কেউ ভ্রমণ পথে দ্রুতগতির ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন।
তাছাড়া বাসগুলো সঠিক রুটে চলছে কিনা, এটাও জানার সুবিধা থাকছে এই ডিজিটাল বাসে। এটার সাথে সাথে বাসটির বর্তমান অবস্থান কোথায় সেটাও জানা যাবে এই বাসে।
তবে অনেকে মনে করতে পারে বাসের বাইরে থেকেও তো তাহলে অনেকে ওয়াই-ফাই ব্যবহার করবে! আসলে তা পারবে না, কারণ বাসের ভেতর QR কোড থাকবে, যেটা (বারকোড) স্ক্যান করলেই একজন কেবল ইন্টারনেট ব্রাউজ করতে পারবে।
আজ মোট দশটি ডিজিটাল বাস চলা শুরু করছে। ধীরে ধীরে সব BRTC বাস গুলোতেই এই সুবিধা দেওয়া হবে বলে জানা গেছে।
তাহলে ঢাকা শহর কি হচ্ছে বলুন তো?
ঢাকা শহর কী নিউ-ইয়র্ক সিটি হয়ে গেলো নাকি?