রবিবার, ২০ এপ্রিল, ২০১৪

গ্রামীন ফোন নিয়ে এলো ট্রেন ট্রেকার । ট্রেন বিড়ম্বনা আর না !!!

ট্রেন কোথায় আছে, কখন স্টেশনে আসবে, আমার স্টেশনে ট্রেন কখন পৌঁছাবে? এগুলো ছিল আমাদের প্রশ্ন। এবার গ্রামীনফোন জিপিএস এর সমাধান নিয়ে আসল। এখন আপনাকে আর ভুকতে হবে না, আপনার ট্রেনের জন্য।
আপনার যাত্রা কখন, ট্রিপ ক্যানসেল হইছে কিনা, ট্রেন এখন কোথায় আছে,
ট্রেন স্টেশনে আসতে আর কত সময় লাগতে পারে এছাড়া আরও অনেক তথ্য পাবেন এই সেবায়।

কিভাবে
আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে যান। তারপর টাইপ করুন---
TR    train ID or train Code send to 16318

 শর্তঃ
  • প্রতি এসএমএস ৪ টাকা নিবে গ্রামীনফোন।
  • শুধু গ্রামীনফোনে প্রযোজ্য।
ট্রেন ID এবং ট্রেন কোড জানতে এখানে ক্লিক করুন
আপনার পথচলা শুভ হোক।
ধন্যবাদ।
Flying Twitter Bird Widget By blogermohsin.blogspot.com