একটি ইন্টেরনেট মডেম দিয়ে একটি পিসিতে নেট চালাচ্ছেন? রাউটার নাই?? পাশের মোবাইল বা পিসিতে ইন্টারনেট শেয়ার করতে পারছেন না???
আমরা সচরাচর WiFi জোন তৈরি করার জন্য রাউটার ব্যবহার করে থাকি। যার ফলে একই বাসা বা ফ্ল্যাটের সবাই একটি মডেমের মাধ্যমেই WiFi হিসেবে ইন্টারনেট ইউজ করতে পারি।
রাউটারের দাম অনেক হওয়ায় অনেকেই রাউটারের অভাবে ইন্টারনেট শেয়ার করতে পারেন না। এখন খুব সহজেই আপনার ল্যাপটপ থেকে ইন্টারনেট শেয়ার করতে পারবেন অন্য কোনো পিসি বা মোবাইলে!!!
এর জন্য আমাদের দরকার হবে একটি Software, নামঃ mHotspot
প্রথমেই নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন....
অফিশ্যাল সাইটঃ http://www.mhotspot.com/downloadm.html
ডাউনলোড শেষ হলে নির্দেশনা অনুসরণ করে পুনরায় মেইন ফাইল ডাউনলোড করতে বলবে। ডাউনলোড শেষ হলে ইন্সটল করুন।
ইন্সটল শেষ হলে SoftWare টি ওপেন করুন।
ওপেন হলে,
Hotspot Name এর জায়গায় আপনার পছন্দমত যেকোনো নাম ব্যবহার করতে পারেন।<img height="675
যেমনটি আমি "Amader Network" দিয়েছি। এরপরে, Password এর স্থলে আপনার ইচ্ছামত পাসওয়ার্ড ইউজ করতে পারেন।
এবারের কাজটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ।
Internet Source এর স্থলে আপনার ইন্টারনেট কানেকশন এর নাম সিলেক্ট করে দিন, যেটি Local Area Connection নামে থাকতে পারে। ব্যাস, কাজ মোটামুটি শেষ।
এবার Start Hotspot অপশনে ক্লিক করে হটস্পট চালু করে দিন। হয়ে গেছে, আপনি আপনার WiFi জোন তৈরি করেছেন!
এবার অন্য কোনো পিসি বা মোবাইল এর WiFi অপশনে গিয়ে নেটওয়ার্ক সার্চ করলে আপনার তৈরিকৃত WiFi নামটি দেখতে পাবেন এবং সেখান থেকে আপনার প্রদত্ত পাসওয়ার্ড ইন্টার করে কানেক্টেড হতে পারবেন। নেট স্পিডের তেমন তারতম্য আমার চোখে পড়েনি।
এই Software টির মাধ্যমে একটি মডেমের মাধ্যমে একত্রে সর্বোচ্চ ১০ জন একসাথে WiFi ইউজ করতে পারবেন।