বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৪

তুলসী পাতার কিছু উপকারিতাঃ

বন্ধুরা কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালো আছেন ।


১. ঠান্ডা লাগলে তুলসী পাতার ব্যবহার আশীর্বাদের মতো কাজ করে।
২. গলার সব রকম সমস্যায় তুলসী পাতা ব্যবহৃত হয়।
৩. তুলসী পাতা হার্টের কর্মক্ষমতা বাড়ায় ও
হার্টের স্বাস্থ্য ভালো রাখে।
৪. এছাড়াও তুলসী পাতার রস শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে।
৫. মাথা ব্যাথা ও শরীর ব্যথা কমাতে তুলসী
পাতা খুবই উপকারী।
৬.
তুলসী পাতা কে নার্ভের টনিক বলা হয় এবং এটা স্মরণশক্তি বাড়ানোর জন্য বেশ উপকারী।
৭. তুলসী পাতা পাকস্থলীর ও কিডনীর স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী।
৮. পোকার কামড়ে আক্রান্ত স্থানে তুলসী পাতার তাজা রস লাগিয়ে রাখলে পোকার কামড়ের ব্যথা ও জ্বলা থেকে কিছুটা মুক্তি পাওয়া
যা

আপনি যদি মনে করেন
পোস্টটি গুরুত্বপূর্ণ তবে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ দিন।

তাহলে আজকের মত বিদায়, সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।
ভাল লাগলে অবশ্যই জানাবেন………………………..
 
Flying Twitter Bird Widget By blogermohsin.blogspot.com