আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আপনাদের দোয়ায়।
সারা বিশ্বে এখন সবচেয়ে আতঙ্কের রোগ হলো ক্যান্সার। পরিসংখ্যানে দেখা
গেছে, শুধু উত্তর আমেরিকাতেই প্রতিদিন পাঁচ হাজার লোক ক্যান্সারে আক্রান্ত
হচ্ছেন। আমেরিকানদের মৃত্যুর দ্বিতীয় বৃহত্তম কারণ হিসেবে ক্যান্সারের নাম উল্লেখ করা হয়।
এখানে ক্যান্সারের সাতটি সতর্ক লক্ষণ উল্লেখ করা হলো :
১. পায়খানা-প্রস্রাবের অভ্যাসের পরিবর্তন।
২. কোনো ত না শুকানোর প্রবণতা।
৩. অস্বাভাবিক রক্তরণ।
৪. স্তনে কোনো শক্ত দলা অথবা শরীরের অন্য কোনো জায়গায় শক্ত পিণ্ড বর্তমান থাকা।
৫. পেটের অজীর্ণতা কিংবা ঢোক গিলতে অসুবিধা।
৬. আঁচিল বা তিলের অস্বাভাবিক কোনো পরিবর্তন।
৭. বিরক্তিকর অবিরত কাশি কিংবা গলা বসে যাওয়ার প্রবণতা।
***********************************************
১. পায়খানা-প্রস্রাবের অভ্যাসের পরিবর্তন।
২. কোনো ত না শুকানোর প্রবণতা।
৩. অস্বাভাবিক রক্তরণ।
৪. স্তনে কোনো শক্ত দলা অথবা শরীরের অন্য কোনো জায়গায় শক্ত পিণ্ড বর্তমান থাকা।
৫. পেটের অজীর্ণতা কিংবা ঢোক গিলতে অসুবিধা।
৬. আঁচিল বা তিলের অস্বাভাবিক কোনো পরিবর্তন।
৭. বিরক্তিকর অবিরত কাশি কিংবা গলা বসে যাওয়ার প্রবণতা।
***********************************************
(আপনি যদি মনে করেন পোস্টটি
গুরুত্বপূর্ণ তবে শেয়ারকরে বন্ধুদের দেখার সুযোগ দিন। নিজে জানুন ও অন্যকে
জানতে সাহয্য করুন। নিয়মিত লাইক, কমেন্ট না করলে পোষ্ট আর ওয়ালে পাবেন না
তাই লাইক দিয়ে শেয়ার করুন)