রবিবার, ২ এপ্রিল, ২০২৩

অটিজ়ম নিয়ে সচেতনতা বাড়ছে কি ঘরে ঘরে? বড়রা সতর্ক হলে শিশুদের কতটা সুবিধা হয়?

রাইমার ছেলের বয়স যখন ৩ বছর, তখন তিনি খেয়াল করলেন, সে কোনও কথাই বলতে পারছে না। অথচ ওর বয়সি অন্য শিশুরা এর মধ্যেই দিব্যি ‘বাবা-মা-দাদা’ ডাকছে। কেউ কেউ তো আবার ছোট ছোট শব্দে বকবকও করে যাচ্ছে অনায়াসে। কিন্তু রাইমার ছেলে কেমন চুপচাপ তাকিয়ে থাকে। কথা বলা তো দূর। চিন্তার ভাঁজ রাইমার কপালে। এরই মধ্যে কেউ বলেছিল ‘স্পিচ থেরাপি’ করাতে, আবার কেউ ‘হিয়ারিং টেস্ট’ করানোর পরামর্শ দেন। কোনওটিই বাদ দেননি। কিন্তু তাতেও লাভ হল না। শেষে মনোরোগ চিকিৎসকের কাছে নিয়ে যান ছেলেকে। আর তখনই জানতে পারেন, তাঁর ছেলে ‘অটিস্টিক স্পেকট্রাম সিনড্রোম’-এর শিকার।
মস্তিষ্কের বিকাশজনিত সমস্যার নাম অটিজ়ম। ২ এপ্রিল ‘বিশ্ব অটিজ়ম দিবস’। সংবাদমাধ্যম হোক কিংবা বিভিন্ন প্রতিষ্ঠান— নানা জায়গাতেই এই দিনটি পালন করা হয়। সরকারি, বেসরকারি ক্ষেত্রে আয়োজিত হয় বিভিন্ন অনুষ্ঠান, কর্মসূচি। একটা সময় ছিল যখন প্রাথমিক ভাবে বাচ্চার চোখ বা কানের পরীক্ষার কথা বললেই অনেক অভিভাবক তা মানতে পারতেন না। সন্তানের মধ্যে কোনও প্রতিবন্ধকতা আছে, তা মেনে নেওয়া তো পরের কথা। খুদের মধ্যে কিছু অস্বাভাবিক আচরণ দেখেও অনেকেই মনে করতেন, বড় হলে সব ঠিক হয়ে যাবে। চারদিকে অটিজ়ম নিয়ে এত প্রচারের ফলে কি ছবিটা আদৌ বদলেছে?
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য ‘প্রদীপ’ নামের একটি স্কুল চালান মল্লিকা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ দিন ধরে অটিস্টিক শিশুদের নিয়ে কাজ করছেন। তিনি বলেন, ‘‘আগের তুলনায় অভিভাবকদের মধ্যে অটিজ়ম নিয়ে সচেতনতা অনেক বেড়েছে। আগে শিশুদের অনেক বড় বয়সে এই সমস্যা ধরা পড়ত। তবে এখন শিশুদের ছোট বয়স থেকেই বাবা-মায়েরা সতর্ক হচ্ছেন। দুই-আড়াই বছর বয়সের শিশুরাও বাবা-মায়েদের হাত ধরে এখন আমাদের স্কুলে আসছে। আগে ৬ থেকে ৭ বছর বয়স পার করে যখন সন্তানের সমস্যা অত্যধিক ভাবে চোখে পড়ত, তখনই অভিভাবকরা সন্তনকে ‘স্পেশ্যাল স্কুল’-এ ভর্তি করানোর কথা ভাবতেন। ছবিটা এখন অনেকটাই বদলেছে। সচেতনতা না বাড়লে এমনটা সম্ভব হত না। কেবল আমাদের মতো সংস্থাই নয়, সরকারি স্তরেও অটিজ়ম নিয়ে সচেতনতা বাড়াতে অনেক রকম কাজ হচ্ছে। সরকার অটিজ়ম স্ক্রিনিং টুল তৈরি করেছে। আশাকর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে জেলায় জেলায় শিশুদের উপর নজর রাখার জন্য। কোনও শিশুর এ রকম সমস্যা হলে কী ভাবে বাবা-মায়েরা তাঁদের সহায্য করবে, সে বিষয়ে জানাতে আশাকর্মীদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।’’ যত কম বয়সে শিশুদের এই সমস্যার কথা জানতে পারা যাবে, ততই তাড়াতাড়ি তাদের চিকিৎসা সম্ভব হবে। বাবা-মায়েরা কী ভাবে সতর্ক হবেন? মল্লিকা বলেন, ‘‘শিশুদের বৃদ্ধির একাধিক স্তর থাকে। দৈহিক বৃদ্ধির সঙ্গে সঙ্গে সামাজিক বৃদ্ধিও এমনই একটি স্তর। এ সময়ে শিশু মাকে দেখে হাসে, কোনও কিছুর দিকে আকার-ইঙ্গিতে নির্দেশ করে কিংবা শিশুর শব্দস্ফূরণ হয়। অর্থাৎ, সমাজে চলতে শেখার শুরু হয়। এই প্রক্রিয়াটি সঠিক ভাবে সম্পন্ন না হওয়াই অটিজম স্পেকট্রাম ডিজ়অর্ডারের লক্ষণ। কারও সঙ্গে মেলামেশা না করা, অনেক খেলনার মাঝেও কেবল একটি খেলনা নিয়ে খেলা, নতুন কিছুতে আগ্রহ না দেখানো, নাম ধরে ডাকলে সাড়া না দেওয়া বা একটানা আপন মনে থাকার মতো কিছু লক্ষণ শিশুর মধ্যে দেখলেই সতর্ক হতে হবে। সব অটিস্টিক শিশুর সমস্যা এক রকম হয় না। তাই সমস্যা কতটা রয়েছে, তা বোঝা সবার আগে দরকার। সেই মতো কোন কোন থেরাপি ও ট্রেনিং চলবে, তা নির্ধারণ করি আমরা।’’ অটিস্টিক শিশুদের সাধারণ স্কুলে ভর্তি নেওয়া হবে কি না, তা নিয়ে চর্চা চলে বিস্তর। যে বাবা-মায়েরা খুদে অস্টিস্টিক জেনেও তাকে সাধারণ স্কুলে ভর্তি করাতে চান, তাঁদের সিদ্ধান্ত কি ঠিক? মল্লিকা বলেন, ‘‘সব বাবা-মা চান যাতে তাঁদের সন্তান সাধারণ স্কুলে যেতে পারে। তবে আমি তাঁদের একটা কথাই বলব, আপনি আপনার মানসিক শান্তির জন্য তাকে স্কুলে পাঠাবেন, না কি তার কিসে উপকার হবে তার উপর গুরুত্ব দেবেন? খুদের যদি সেখানে ক্ষতি হয়, তা হলে কি সেটা মানতে পারবেন?’’ সূত্রঃ আনন্দ বাজার পত্রিকা

শনিবার, ১ এপ্রিল, ২০২৩

এখন যুদ্ধবিরতি সম্ভব নয়: রাশিয়া

বৃহস্পতিবার রুশ হামলা অব্যাহত ছিল ইউক্রেনে। বুধবার গভীর রাতে অন্তত ন’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে খারকিভে। গভর্নর ওলে সিনেগুবোভ বলেন, ‘‘বেশ কয়েকটি সরকারি পরিকাঠামো, আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘কোনও আগাম শর্ত’ ছাড়াই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা ও যুদ্ধবিরতির আর্জি জানালেন বেলারুশের প্রেসিডেন্ট অ্যালেকজ়ান্ডার লুকাশেঙ্কো। যদিও বন্ধুর আর্জি প্রকাশ্যেই খারিজ করে দিল ক্রেমলিন। তারা জানাল, এই মুহূর্তে যুদ্ধবিরতি সম্ভব নয়।
নিজের দেশে একটি বক্তৃতায় লুকাশেঙ্কো বলেন, ‘‘আরও বাড়াবাড়ি হওয়ার আগে আমাদের এখন থামা উচিত। আমি ঝুঁকি নিয়েই এই শত্রুতা শেষের পরামর্শ দিচ্ছি... যুদ্ধবিরতি ঘোষণা করা হোক।’’ ১৯৯৪ সাল থেকে বেলারুশের প্রেসিডেন্ট পদে রয়েছেন লুকাশেঙ্কো। এই দীর্ঘ সময় তাঁর রাষ্ট্রনেতা পদে বহাল থাকার পিছনে রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব অন্যতম কারণ। বেলারুশের মাটি ব্যবহার করেই ইউক্রেনে প্রথম আগ্রাসন শুরু করেছিল রাশিয়া। এর পরেও একাধিক বার বেলারুশকে ব্যবহার করেছে তারা। সেখানে রুশ সেনাবাহিনীর প্রশিক্ষণ চালিয়েছে। অস্ত্র মজুত করেছে। গোটা যুদ্ধ-পর্বে মস্কোর পাশে থেকেছে মিনস্ক। আচমকা লুকাশেঙ্কোর যুদ্ধ-বিরতির পরামর্শ তাই কিছুটা হলেও ব্যতিক্রমী ঘটনা। তিনি আরও বলেন, ‘‘জমি, পুনর্নির্মাণ, নিরাপত্তা বা অন্যান্য যা সমস্যা রয়েছে, সব কিছু সমঝোতার পথে সমাধান করা যায়। আর সেটাই করা উচিত।’’ লুকাশেঙ্কোর বক্তব্য, তিনি যুদ্ধ থামানোয় জোর দিচ্ছেন, কারণ এ ভাবে চললে পুরোদমে যুদ্ধ লাগবে। সেটা হবে ‘তৃতীয় বিশ্বযুদ্ধ’। তিনি বলেছেন, ‘‘তৃতীয় বিশ্বযুদ্ধ ও পরমাণু অস্ত্রের আগুন দেখতে পাওয়া যাচ্ছে দিগন্তে।’’ দেশবাসীকে আশ্বস্ত করে তিনি জানিয়েছেন, রাশিয়ার রণকৌশল অনুযায়ী বেলারুশে পরমাণু অস্ত্র ঘাঁটি তৈরি করা হবে। সে ক্ষেত্রে পশ্চিমের নিশানা থেকে হয়তো মিনস্ক বেঁচে যাবে। আজও রুশ হামলা অব্যাহত ছিল ইউক্রেনে। গত কাল গভীর রাতে অন্তত ন’টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে খারকিভে। গভর্নর ওলে সিনেগুবোভ বলেন, ‘‘বেশ কয়েকটি সরকারি পরিকাঠামো, আবাসন ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি রকেট জমিতে আছড়ে পড়ে, প্রকাণ্ড বিস্ফোরণে আকাশ ঢেকে যায়।’’ বেশ কয়েক জন জখম হয়েছেন। তবে আপাতত মৃত্যুর খবর নেই। ইউক্রেনের অন্যান্য প্রান্তেও হামলা চলছে। রাশিয়া জানিয়েছে, এখন কোনও ভাবেই যুদ্ধ থামানো হবে না। ক্রেমলিনের বক্তব্য, এখন যুদ্ধবিরতি ঘোষণা করলে, ইউক্রেনে যে লক্ষ্য নিয়ে ‘বিশেষ সেনা অভিযান’ শুরু হয়েছিল, তা পূরণ হবে না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ আজ সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, লুকাশেঙ্কোর আর্জি তাঁরা শুনেছেন। আগামী সপ্তাহে এ বিষয়ে লুকাশেঙ্কোর সঙ্গে কথা বলবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সূত্রঃ আনন্দ বাজার পত্রিকা

শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩

আইপিএল শুরুই হল না! এখনই চ্যাম্পিয়নের নাম জানিয়ে দিলেন ইংরেজ ক্রিকেটার

৩১ মার্চ থেকে শুরু হচ্ছে এ বারের আইপিএল। চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়ছে ১০টি দল। কার হাতে ট্রফি উঠবে তা জানা যাবে ২৮ মে। কিন্তু এখনই চ্যাম্পিয়নের নাম ঘোষণা করে দিলেন মাইকেল ভন। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জানিয়েছেন, এ বার ট্রফি তুলবে রাজস্থান রয়্যালস
গত বারের আইপিএলে রানার্স হয়েছিল সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দল। তবে এ বার তাঁরা চ্যাম্পিয়ন হবেন বলে মনে করছেন ভন। টুইট করে প্রাক্তন ইংরেজ অধিনায়ক বলেছেন, ‘‘আইপিএল শুরুর জন্য আর তর সইছে না। আমার মনে হচ্ছে, এই বছরটা রাজস্থান রয়্যালসের। এ বার ওরাই চ্যাম্পিয়ন হবে। মে মাসের শেষে ওরাই ট্রফি তুলবে।’’
গত বছরটাও ভাল গিয়েছিল রাজস্থানের। কিন্তু ফাইনালে হার্দিক পাণ্ড্যর গুজরাত টাইটান্সের কাছে স্বপ্নভঙ্গ হয়েছিল তাদের। প্রতিযোগিতায় ১৭ ম্যাচে ৮৬৩ রান করে কমলা টুপি জিতেছিলেন জস বাটলার। ইংরেজ ব্যাটারের কাঁধে ভর করে ফাইনালে উঠেছিল রাজস্থান। কিন্তু ফাইনালে বাজিমাত করে গুজরাত। ২০০৮ সালে আইপিএলের প্রথম মরসুমে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান। তখন দলের অধিনায়ক ছিলেন শেন ওয়ার্ন। গত বছর প্রয়াত হয়েছেন ওয়ার্ন। তাই ওয়ার্নের জন্য দ্বিতীয় বার আইপিএল জিততে চেয়েছিল রাজস্থান। শেষ পর্যন্ত সেটা হয়নি। এ বার তাই জিততে মরিয়া সঞ্জুরা। এ বারের আইপিএলে রাজস্থান রয়্যালসের প্রথম ম্যাচ ২ এপ্রিল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে খেলতে নামবেন সঞ্জুরা। সূত্রঃ আনন্দ বাজার পত্রিকা

বুধবার, ২৯ মার্চ, ২০২৩

আত্মহত্যা মনুষ্যত্বের প্রতি অসম্মান

ইসলামের দৃষ্টিতে আত্মহত্যা নিষিদ্ধ ও জগন্যতম পাপ । কেননা আত্মহত্যার মাধ্যমে মানুষ নিজের প্রতি এবং তার স্রস্টার প্রতি অসম্মান এ অনাস্থা প্রকাশ করে। আল্লাহ্ তার প্রতি যে সীমাহীন অনুগ্রহ করেছেন তা অস্বীকারের নাম আত্মহত্যা। আল্লাহ্ বলেন, তোমরা নিজেদের হত্যা করো না। নিশ্চয়ই আল্লাহ্ তোমাদের প্রতি অনুগ্রহশীল। কেউ সীমালঙ্ঘন করে অন্যায়ভাবে তা করলে আমি তাকে আগুনে পোড়াবো। আর আল্লাহর জন্য তা সহজ। সুরা নিসা, আয়াত : ২৯-৩০

মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ত্রুটি, নিরাপত্তা ঝুঁকিতে ব্যবহারকারী

 অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে বড় ধরনের নিরাপত্তাত্রুটির খোঁজ পেয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। সরকারি সংস্থাটির দাবি, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে মোট ৫৩টি নিরাপত্তাত্রুটির সন্ধান মিলেছে। এসব ত্রুটির মধ্যে বেশ কয়েকটি ভয়ংকর। আর তাই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য উচ্চ নিরাপত্তাঝুঁকির সতর্কতা জারি করেছে সংস্থাটি।



অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম রয়টার্স

জানা গেছে, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ফ্রেমওয়ার্ক, গুগল প্লের আপডেট পদ্ধতিসহ বিভিন্ন ক্ষেত্রে নিরাপত্তা ত্রুটি রয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে থাকা নিরাপত্তাত্রুটিগুলো কাজে লাগিয়ে চাইলেই দূর থেকে ব্যবহারকারীদের ফোন বা ট্যাবলেট কম্পিউটারে ক্ষতিকর কোড যোগ করে ডিডস (ডিস্ট্রিবিউটেড ডিনায়েল অব সার্ভিস) নামের সাইবার হামলা চালানো যায়।


অ্যান্ড্রয়েড ১১, ১২, ১২ এল এবং ১৩ অপারেটিং সিস্টেমে এ ত্রুটি থাকায় প্রায় সব ব্যবহারকারী সাইবার হামলার ঝুঁকিতে রয়েছেন। সাইবার হামলা থেকে নিরাপদ থাকতে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হালনাগাদ নিরাপত্তা প্যাচ ব্যবহারের পরামর্শ দিয়েছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সোমবার, ৯ মার্চ, ২০১৫

একটি ছোট apps এর মাধ্যমেই আপনার অংকের সমাধান

পড়া-লেখা বিশেষ করে অংক করা নিয়ে স্কুলের শিক্ষার্থীদের সমস্যার অন্ত থাকে না। এই সমস্যা থেকে মুক্তি দিতে যাচ্ছে অর্থাৎ এবার অঙ্কের সমাধান দিবে মোবাইল। ছেলে-মেয়েদের অংক করা নিয়ে এখন থেকে আর ভাবতে হবে না।
কেননা এখন থেকে অঙ্কের সমাধান দেবে মোবাইল ফোন! তার জন্য মোবাইলে

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৫

অনাকাঙ্ক্ষিত ফেসবুক অ্যাকাউন্ট এড়িয়ে চলুন ভালো থাকুন

সম্প্রতি ফেসবুক কর্তৃপক্ষ অনুসন্ধান চালিয়ে দেখেছে, তাদের ১২৮ কোটি ব্যবহারকারীর মধ্যে ১০ কোটি অ্যাকাউন্টই ভুয়া। এসব ভুয়া অ্যাকাউন্ট থেকে পরিচয় গোপন করে অনেকে অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। অনেক ব্যবহারকারী প্রতারিত হচ্ছে।  জেনে নিন এমন বিপজ্জনক অ্যাকাউন্ট কীভাবে এড়িয়ে চলবেন।

মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০১৫

Viber, Tango, WhatsApp, Line, MyPeople সবই চলবে আপনার Android মোবাইল এ

অনলাইনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় হলো, জনপ্রিয় যোগাযোগ মাধ্যম Viber/Tango/WhatsApp/Line/MyPeople .....
উল্লেখ্য যে, সরকার নিরাপত্তা জনিত কারনে বাংলাদেশে ভাইবার,ট্যাংগো,হোয়াটসএ্যাপ, লাইন আর মাইপিপল App বন্ধ করে দিয়েছে বিটিআরসি। আগামী ২১শে জানুয়ারী পর্যন্ত এই এ্যাপ গুলো বন্ধ থাকবে। প্রয়োজনে নিষেধাজ্ঞার সময় আরো বাড়তে পারে। আবার অনেকেই বলছেন, এটা আসলে অনির্দৃষ্টকালের জন্যেই বন্ধ করা হয়েছে। কথা যাই হোক.......যদি বন্ধই করে তবে কোন চিন্তার কারণ নেই!

সোমবার, ৫ জানুয়ারী, ২০১৫

ব্লগিং এ সাফল্য পেতে হলে পোস্টটি পড়ুন !!!!

সবাই কেমন আছেন? আশা করি ভালো। :)
ইদানিং ব্লগ ও ব্লগিং এই দুইটা বিষয়ের সাথে আরও যেই জিনিসটা একদম ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে "ব্লগিং করে ইনকাম"। আমি বর্তমানে যতগুলি ব্লগ দেখে তার মধ্যে ৯০% ব্লগেই এই বিষয়টা বলা হয়েছে। কিন্তু, এই ব্লগের পোস্টগুলি যদি আপনি পড়েন তাহলে মনে হবে ব্লগিং করে কত সহজেই না আয় করা যায়! আজকে ব্লগ খুললাম আর কালকে থেকে আয় করা শুরু করলাম! :)

শনিবার, ৮ নভেম্বর, ২০১৪

ভেবে দেখুন বর্তমানে ইন্টারনেটে ওয়েবসাইট কতটা গুরুত্বপূর্ন ♥♥♥♥♥

বর্তমান সময়ে ইন্টারনেট আমাদের মানে বাংলাদেশ তথা সারা বিশ্বের জীবন ব্যাবস্থা আমূল বদলে দেয়ার পাশাপাশি বদলে দিয়েছে আমাদের প্রচলিত অনেক ধারনাকেও। যোগাযোগের ক্ষেত্রে বিপ্লব সাধন করেছে ইন্টারনেট। পৃথিবী আজ এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি সচেতন ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্যে একটি ওয়েবসাইটের প্রয়োজনীয়তা অপরিহার্য্য। পৃথিবীব্যাপী মিলিয়ন মিলিয়ন ওয়েবসাইট বিভিন্ন ব্যক্তি,সংস্থা এবং প্রতিষ্ঠানের ভার্চুয়াল মুখপত্র অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। বর্তমান সময়ে একটি ওয়েবসাইটের গুরুত্ব কতটা তা আশলে ভাষায় প্রকাশ করাটা কঠিন । যেসব প্রতিষ্ঠানের নিজস্ব ওয়েবসাইট ডিজাইন করা নেই সেসব প্রতিষ্ঠানকে আজ আর স্মার্ট বলা হচ্ছে না।

শনিবার, ১ নভেম্বর, ২০১৪

ভুয়া পেজ হতে সাবধান হয়ে অন্যদেরও জানিয়ে দিন ♥♥♥♥

আমরা অনেক সময়ই বিভিন্ন পেজে লাইক মারি। সেইসকল পেজের পোস্ট গুলিও আমাদের কাছে আসে সবসময়। রেগুলার পোস্ট পাইতে আমরা অনেকেই বিভিন্ন পেজে একটিভও থাকি। কেননা কোন পেজে যদি আমরা এক্টিভলি না থাকি তো সেই পেজের পোস্ট গুলি আমরা একপর্যায়ে আর পাই না।

শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৪

না পড়লে চরম মিস করবেন । ফেসবুকের ব্যবহার কমানোর কিছু অত্যন্ত কার্যকরী উপায় !

ফেসবুকের ব্যাবহার মনে হয় এখন আশঙ্কাজনক হারে বেড়ে গিয়েছে। এতই বেড়ে গিয়েছে যে অনেককেই দেখি দিন-রাত ২৪ ঘণ্টাই ফেসবুকে পরে থাকে। তাই, এর থেকে বাচাঁর কিছু কার্যকরী উপায় নিয়ে আজ হাজির হলাম আপনাদের সামনে! :)

:O ডাইরেক্ট অ্যাকশন:
১. আপনার ফেসবুক একাউন্ট এর পাসওয়ার্ড সেট করুন,

বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৪

আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের বাজারে ছাড়া হলো ফায়ারফক্স স্মার্টফোন।

পুরোপুরি বাংলায় এ ফোন ব্যবহার করা যাবে।
মজিলা ফাউন্ডেশনের তৈরি ফায়ারফক্স অপারেটিং সিস্টেমে (ওএস) চলা এ স্মার্টফোন গ্রামীণফোন ও সিম্ফনির সহযোগিতায় বাজারে এসেছে। সিম্ফনির নতুন ‘গো ফক্স এফ১৫’ মডেলের এই স্মার্টফোন চলবে ফায়ারফক্স ওএসে।

মঙ্গলবার, ১২ আগস্ট, ২০১৪

আপনি যদি কম্পিউটার ব্যবহার করেন তবে এ সফটওয়্যারগুলো আপনার কাজের !!

১) Free download digsby social newsfeed messenger
এটি দ্বারা আপনি Instant Messaging করতে পারবেন AIM, MSN, Yahoo, ICQ, Google Talk, Jabber, and Facebook Chat Accounts । Facebook ,Twitter ওপেন না করেই এই সফটওয়্যার এর মাধমে আপনি চ্যাট করতে পারবেন।
ডাউনলোড করতে ক্লিক করুন এখানে...। 

শুক্রবার, ৮ আগস্ট, ২০১৪

আপনার কম্পিউটারের হার্ডডিস্কের কিছু সমস্যার সমাধান


হালের আমলে ক্লাউড স্টোরেজের ব্যবহার বাড়লেও এখনও কম্পিউটারের সব তথ্য হার্ডডিস্কেই সংরক্ষণ করা হয়ে থাকে। অনেক সময় কম্পিউটার চালুর পর নানা কারণে হার্ডডিক্স খুঁজে পাওয়া যায় না।

বুধবার, ২৫ জুন, ২০১৪

সবার মাঝে প্রিয় ব্যক্তি হয়ে ওঠার ৬টি বৈজ্ঞানিক পদ্ধতি

সবাই আপনাকে পছন্দ করুক এটা নিশ্চই আপনি চান। এ জন্য বেশি কাঠখড় পোড়াতে হবে না। এখানে বিশেষজ্ঞরা ৬টি উপায় আপনাকে বলে দিচ্ছেন যার মাধ্যমে আপনি সহজেই সবার মাঝে পছন্দের ব্যক্তিত্ব হয়ে উঠবেন। এগুলো রীতিমতো বৈজ্ঞানিক পদ্ধতি বলে স্বীকৃতি পেয়েছে।

শনিবার, ১৪ জুন, ২০১৪

ফেসবুক আইডি ব্যান বা ব্লক করে দেয় কেন জানেন ? গুরুত্বপূর্ণ ৫ টি কারণ জেনে নিন প্রাণের প্রিয় ফেসবুক আইডির সুরক্ষা নিশ্চিত করতে !

ফেসবুক ব্যবহারকারীরাই জানে একমাত্র ফেসবুকের মূল্য কত ! আমি বলতে চাচ্ছি ফেসবুক অ্যাডিক্টেড শুধু না বর্তমানে কিছু ব্যবহারকারী বাদে প্রায় সব ফেসবুক ইউজারের কাছে ফেসবুক অতি মূল্যবান একটি ধন সম্পদ ! ফেসবুক আইডি হ্যাক এবং ফেসবুক আইডি ব্যান হলে হারাতে হয় আমাদের প্রিয় আইডিটি।এর পূর্বে ফেসবুক হ্যাক থেকে বাঁচার কিছু টিপস আপনাদের জন্য লিখেছি। কিন্তু আজ লিখছি ফেসবুক আইডি ব্যান হওয়া থেকে বাঁচার টিপস নিয়ে।সাধারণত ফেসবুক তাঁর ব্যবহারকারীদের জন্য বেশ কিছু নীতিমালা প্রনয়ন করে দিয়েছে।

বুধবার, ১১ জুন, ২০১৪

ত্বক ক্যান্সারের সাতটি লক্ষণ চিনে নিন


ত্বকের সামান্য যে সমস্যাটি আপনার নজর এড়িয়ে যাচ্ছে, তা কোনো ক্যান্সারের পূর্বাভাষ নয়তো? এ ‘সামান্য’ সমস্যাটি ‘সামান্য’ নাও হতে পারে। ত্বক ক্যান্সারের পূর্বলক্ষণগুলো জেনে নিন এবং তার ওপর নজর রাখুন। নিচের কোনো একটি লক্ষণ আপনার ত্বকে দেখা গেলে চিকিৎসকের পরামর্শ নিন এবং তা ক্যান্সার কি না, পরীক্ষা করান।

মঙ্গলবার, ৩ জুন, ২০১৪

Flying Twitter Bird Widget By blogermohsin.blogspot.com